Fill in the blank with correct preposition. He is devoid - commonsense.
A
of
B
from
C
introduction
D
at
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।

0
Updated: 2 months ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
The news are true.
B
The news is true.
C
The news have been true.
D
The news were true.
সঠিক উত্তর হলো খ) The news is true। "News" শব্দটি দেখতে বহুবচন মনে হলেও এটি একটি singular (uncountable) noun। তাই এর সঙ্গে is (singular verb) ব্যবহার করা হয়; are বা have ব্যবহার করা যাবে না। বাক্যটির অর্থ হলো "সংবাদটি সত্য।" The news are বা The news have বলা grammaticalভাবে ভুল।
-
ক) The news are true
-
ভুল, কারণ "news" singular noun হলেও "are" বহুবচন verb ব্যবহার করা হয়েছে।
-
-
গ) The news have been true
-
ভুল, কারণ "have" plural verb, যা "news" এর সঙ্গে ব্যবহার করা যায় না।
-
-
ঘ) The news were true
-
ভুল, কারণ "were" plural বা past plural verb, যা "news" এর জন্য উপযুক্ত নয়।
-

0
Updated: 2 weeks ago
What is the correct indirect form of: He said, 'You had better see a doctor'
Created: 1 month ago
A
He advised him to see a doctor.
B
He advised that he should see a doctor.
C
He suggested that he seen a doctor.
D
He proposed to see a doctor.
had better এবং subject দ্বিতীয় পুরুষ যুক্ত direct speech কে indirect speech-এ রূপান্তর করার জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। এই ক্ষেত্রে বাক্য গঠনে পরিবর্তন এনে reported speech তৈরি করতে হয়।
-
প্রথমে Subject বসবে
-
এরপর advised ব্যবহার হবে
-
তারপর object বসবে
-
পরবর্তী ধাপে infinitive form বসবে
-
সবশেষে বাক্যের অন্য অংশ যুক্ত হবে
সুতরাং, নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে: He advised him to see a doctor.

0
Updated: 1 month ago
Select the correct sentence.
Created: 2 months ago
A
The man was tall who stole my bag.
B
The man stole my bag who was tall.
C
The man who stole my bag was tall.
D
The man was tall who is stealing tall my bag.
• The correct sentence is - The man who stole my bag was tall.
• Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে।
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
• Example:
- The man who said that was a fool.

0
Updated: 2 months ago