একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেমি। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত কত?
A
১৫.২ সেমি
B
১০.৫ সেমি
C
১০.৭ সেমি
D
১৭.১ সেমি
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
Created: 1 month ago
A
১০টি
B
১৪টি
C
১৬টি
D
১২টি
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:
চিত্র অনুসারে,
এখানে,
১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৫টি - (1, 2, 3, 4, 5)
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৪টি - (12, 23, 34, 45)
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ২টি - (125, 145)
৫টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ১টি - (12345)
∴ মোট ত্রিভুজ আছে, ৫ + ৪ + ২ + ১ = ১২টি
0
Updated: 1 month ago
A square and a circle have the same perimeter. The side of the length of square is 44 cm, what is the area of the circle?
Created: 1 month ago
A
1456 sq. cm.
B
375 sq. cm.
C
2464 sq. cm.
D
1864 sq. cm.
Question: A square and a circle have the same perimeter. The side of the length of square is 44 cm, what is the area of the circle?
Solution:
Perimeter of the square = 4 × side length
= 4 × 44 cm
= 176 cm
As per the question, the square and circle have the same perimeter.
∴ Circumference of the circle = 176 cm
We know that, Circumference of the circle = 2πr
∴ 2πr = 176
⇒ r = 176 / (2π)
⇒ r = 88 / π
⇒ r = 88 / (22/7)
⇒ r = 88 × 7 / 22
⇒ r = 4 × 7
⇒ r = 28 cm
Area of the circle = πr2
= (22/7) × 282
= (22/7) × (28 × 28)
= 22 × 4 × 28
= 2464 sq. cm
∴ The area of the circle is 2464 sq. cm.
0
Updated: 1 month ago
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান-
Created: 3 weeks ago
A
৫০°, ৬০°, ৭০°
B
৬০°, ৯০°, ৩০°
C
৬০°, ৬০°, ৬০°
D
৪৫°, ৪৫°, ৯০°
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান-
সমাধান:
সমবাহু ত্রিভুজ (Equilateral Triangle) হলো এমন একটি ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।
আমরা জানি, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°।
যেহেতু একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান,
∴ প্রতিটি কোণের মান = ১৮০°/৩ = ৬০°সুতরাং, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০°।
0
Updated: 3 weeks ago