৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়।একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
A
৯৬
B
৭২
C
১৯২
D
৪৪
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
দুইটি সম্পূরক কোণের অনুপাত ৩ : ২ হলে ছোট কোণটির মান কত?
Created: 2 months ago
A
৬৪°
B
৭২°
C
৮১°
D
১০৮°
সমাধান:
ধরি,
বড় কোণ = ৩ক
ছোট কোণ = ২ক
প্রশ্নমতে,
৩ক + ২ক = ১৮০°
বা, ৫ক = ১৮০°
বা, ক = ১৮০°/৫
বা, ক = ৩৬°
সুতরাং, ক্ষুদ্রতম কোণ = ২ × ৩৬° = ৭২°
0
Updated: 2 months ago
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্রীসংখ্যা ৩৫০ জন হলে, ছাত্রের সংখ্যা কত?
Created: 1 month ago
A
২৫০ জন
B
৩০০ জন
C
২০০ জন
D
৬০০ জন
সমাধান:
দেওয়া আছে,
ছাত্র ও ছাত্রীসংখ্যার অনুপাত = ৫ : ৭
এবং ছাত্রীসংখ্যা = ৩৫০ জন।
মনে করি,
ছাত্রসংখ্যা = ৫ক
ছাত্রীসংখ্যা = ৭ক
প্রশ্নমতে,
৭ক = ৩৫০
বা, ক = ৩৫০/৭
বা, ক = ৫০
∴ ছাত্রসংখ্যা = (৫ × ৫০) = ২৫০ জন
0
Updated: 1 month ago
৩, ৯ ও ৪ এর চতূর্থ সমানুপাতিক কত?
Created: 1 week ago
A
৪
B
১৪
C
১৬
D
১২
0
Updated: 1 week ago