Choose the correct sentence.
A
I have looked for a good doctor before I met you.
B
I had looked for a good doctor before I met you.
C
I looked for a good doctor before I had met you.
D
I am looking for a good doctor before meeting you.
উত্তরের বিবরণ
অতীতে দুটো কাজের মধ্যে যখন একটি কাজ অন্য কাজের আগে ঘটে, তখন আগে ঘটে যাওয়া কাজটি Past Perfect Tense এ হয়।
-
Before দিয়ে দুই কাজের সময় বোঝানোর সময়, before এর আগে Past Perfect Tense ব্যবহার হয় এবং before এর পরে Past Indefinite Tense ব্যবহার হয়।
উদাহরণ: -
I had looked for a good doctor before I met you.
-
The patient had died before the doctor came.
-
The actor had left the auditorium before the audience stood up.
সুতরাং সঠিক বাক্য হলো - I had looked for a good doctor before I met you।
আর, ভবিষ্যতের ক্ষেত্রে Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
অথবা Present Indefinite + before + Present Indefinite হয়।
উদাহরণ:
-
He will have completed the task before you come.
-
He completes the task before you come।
এইভাবে before যুক্ত বাক্যে সময়ের ধাপ বুঝিয়ে দেয়ার নিয়ম কাজ করে।

0
Updated: 2 months ago
Which of the following sentence is correct?
Created: 4 months ago
A
One of my friends are a lawyer
B
One of my friends is a lawyer
C
One of my friend is a lawyer
D
One of my friends are lawyers
"One of" এর ব্যবহার:
-
“One of” এর পর plural noun ব্যবহৃত হয় এবং তারপরে singular verb আসে।
-
গঠন: one of + plural noun + singular verb
সুতরাং নিয়ম অনুসারে সঠিক বাক্য হবে:
খ) One of my friends is a lawyer.
এখানে “one of” এর পরে plural noun friends এবং singular verb is ব্যবহৃত হয়েছে।
আরও কিছু উদাহরণ:
-
One of my brothers is a doctor.
-
One of my friends is a politician.
-
One of my cousins is a lawyer.
-
One of the most beautiful girls has come.
-
One of the problems is extremely easy to solve.

0
Updated: 4 months ago
Let ______ solve the problem together.
Created: 1 month ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।

0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
The manager, along with his assistants, are attending the meeting.
B
The manager, along with his assistants, is attending the meeting.
C
The manager along with assistants are attending the meeting.
D
The manager and his assistants is attending the meeting.
সঠিক উত্তর হলো খ) The manager, along with his assistants, is attending the meeting। যখন "along with", "together with", "as well as" ইত্যাদি phrase ব্যবহৃত হয়, তখন verb মূল subject অনুযায়ী নির্ধারিত হয়। এখানে "The manager" হলো মূল subject, যা singular। "along with his assistants" কেবল অতিরিক্ত তথ্য; এটি verb-এর উপর প্রভাব ফেলে না। তাই verb হবে is।
-
ক) The manager, along with his assistants, are attending the meeting
-
ভুল, কারণ "manager" singular subject হলেও are ব্যবহার করা হয়েছে।
-
-
গ) The manager along with assistants are attending the meeting
-
ভুল, একই কারণে are ব্যবহার করা ভুল, এবং "assistants" এর আগে his না থাকায় স্পষ্টতা কমেছে।
-
-
ঘ) The manager and his assistants is attending the meeting
-
ভুল, কারণ "manager and his assistants" একটি plural subject; তাই is নয়, are হওয়া উচিত।
-

0
Updated: 2 weeks ago