Who is the most famous satirist in English literature?
A
Alexander Pope
B
Jonathan Swift
C
John Dryden
D
William Wordsworth
উত্তরের বিবরণ
Jonathan Swift, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যাঙ্গাত্মক সাহিত্য রচয়িতা হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন অঙ্গল-আইরিশ লেখক, যিনি সাহিত্যের জগতে এক অসামান্য স্থান অধিকার করেছেন। Swift মূলত একজন যাজক ছিলেন এবং তার সাহিত্যকর্মে গভীর সামাজিক ও রাজনৈতিক সমালোচনা প্রকাশ পেয়েছে। তিনি এক সময় সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন এবং Tories পার্টির পক্ষে Pamphlet লেখা শুরু করেছিলেন। তার বিখ্যাত স্যাটায়ার "Gulliver’s Travels" আজও বিশ্ব সাহিত্যের অমূল্য রত্ন হিসেবে বিবেচিত হয়। Swift বেশ কিছু ছদ্মনাম ব্যবহার করতেন, যার মধ্যে Isaac Bickerstaff ছিল অন্যতম।
Jonathan Swift এর জীবনী:
-
জন্ম: 1667, মৃত্যু: 1745
-
জাতীয়তা: Anglo-Irish লেখক
-
পেশা: যাজক
-
স্ত্রী: Abigail Erick
Swift এর সেরা কাজসমূহ:
-
Journal to Stella
-
Gulliver's Travels
-
The Battle of Books
-
A Tale of a Tub
-
A Modest Proposal
তার লেখায় গভীর সমাজসিদ্ধান্ত এবং ব্যঙ্গের চিত্র অঙ্কিত হয়েছে, যা আজও সাহিত্যবিশ্বে অত্যন্ত প্রভাবশালী।
0
Updated: 5 days ago
Why did Gulliver feel more comfortable with the Houyhnhnms than with humans?
Created: 2 months ago
A
They gave him magical powers
B
They provided him with wealth
C
They treated him as their king
D
They lived with honesty and reason
হুইনহ্নিমরা কোনো মিথ্যা বলত না, প্রতারণা জানত না। তাদের জীবন ছিল সত্য, যুক্তি ও ন্যায়ভিত্তিক। তাই গালিভার সেখানে বেশি শান্তি পায়। মানুষের রাজনীতি ও ষড়যন্ত্রের চেয়ে এই সরল জীবন তার কাছে উত্তম মনে হয়।
0
Updated: 2 months ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 2 months ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।
0
Updated: 2 months ago
What was the King’s reaction when Gulliver offered gunpowder?
Created: 2 months ago
A
He rejected it as evil and cruel
B
He accepted it with great joy
C
He wanted to use it against enemies
D
He asked Gulliver to demonstrate it
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার বানানোর প্রস্তাব দেয়। কিন্তু ব্রবডিংনাগের রাজা এটিকে ভয়ংকর ও অমানবিক অস্ত্র মনে করেন। তিনি বলেন, যারা এমন জিনিস আবিষ্কার করেছে তারা নীচ ও নিষ্ঠুর। এতে সুইফট ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করেছেন।
0
Updated: 2 months ago