A
The train is running in time.
B
The train is running on time.
C
The train is running with time.
D
The train is running to time.
উত্তরের বিবরণ
সুনির্দিষ্ট সময় বোঝাতে "on time" ব্যবহার করা হয়।
যেমন, ট্রেন ঠিক সময়ে ছেড়ে চলে, তাই বলবো "The train is running on time."
অন্য অপশনগুলো ভুল, কারণ:
-
কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে বা সময়মতো হওয়া বুঝাতে "in time" ব্যবহার হয়।
-
উদাহরণস্বরূপ: "The train came on time but we arrived in time to get good seats."
এখানে ট্রেন নির্দিষ্ট সময়ে এসেছে (on time), আর আমরা সময়ের আগে পৌঁছে ভালো সিট পেয়েছি (in time)।
যেকোনো জিনিস নির্দিষ্ট সময়ে ঠিক ঠিক হলে "on time" এবং সময়ের আগে বা দেরি না করে হলে "in time" ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
Which sentence is grammatically correct?
Created: 3 months ago
A
Neither of the boys has done his homework.
B
Neither of the boys has done their homework.
C
Neither of the boys have done his homework.
D
Neither of the boys have done their homework.

0
Updated: 3 months ago
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Created: 4 months ago
A
বান কি মুন
B
কফি আনান
C
এন্তোনিও গুতেরেস
D
ত্রাইগভেলি
এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- তিনি ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন।
- তার জন্ম পোর্তুগালে।
- গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
- তিনি এর আগে UNHCR (জাতিসংঘ শরণার্থী সংস্থা)-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।
অন্য বিকল্পগুলোর পরিচয়:
- বান কি মুন — দক্ষিণ কোরিয়ার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (২০০৭–২০১৬)।
- কফি আনান — ঘানার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (১৯৯৭–২০০৬)।
- ত্রাইগভে লি — নরওয়ের, জাতিসংঘের প্রথম মহাসচিব (১৯৪৬–১৯৫২)।

0
Updated: 4 months ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 1 month ago