জীবাশ্মের/পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের কোন আইসোটোপটি বাবহৃত হয়?
A
C-12
B
C-13
C
C-14
D
কোনটিই
নয়
উত্তরের বিবরণ
কার্বন-১৪ (14C) হলো কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ, যা জীবিত প্রাণীর শরীরে ক্রমাগতভাবে উৎপন্ন ও ক্ষয় হয়।
-
কসমিক রশ্মি নাইট্রোজেন-১৪ (14N) এর সাথে বিক্রিয়া করে 14C তৈরি করে:
¹⁴⁷N + n → ¹⁴⁶C + p -
জীবিত প্রাণী ও উদ্ভিদ খাদ্য ও বায়ুর মাধ্যমে এই 14C গ্রহণ করে, ফলে জীবিত অবস্থায় 14C/12C অনুপাত স্থির থাকে।
-
যখন প্রাণী বা উদ্ভিদ মারা যায়, তখন এই অনুপাত আর আপডেট হয় না এবং 14C ক্ষয় হতে শুরু করে:
¹⁴⁶C → ¹⁴⁷N + e⁻ -
14C এর অর্ধায়ু (half-life) প্রায় ৫,৭৩০ বছর, তাই 14C-এর অবশিষ্ট পরিমাণ পরিমাপ করে জীবাশ্ম, প্রত্নবস্তু বা পৃথিবীর পুরোনো জৈব পদার্থের বয়স নির্ধারণ করা হয়।
সুতরাং, জীবাশ্ম বা পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত আইসোটোপ হলো C-14 (কার্বন-১৪)।
0
Updated: 4 days ago
নিচের
কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
Created: 4 days ago
A
CO2
B
CH4
C
N2
D
CFC
0
Updated: 4 days ago
ওয়াশিং সোডার
রাসায়নিক নাম কি?
Created: 4 days ago
A
NaCl
B
Na2CO3
C
NaHCO3
D
NaOH
ওয়াশিং সোডা (Washing soda) হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট (Na₂CO₃·10H₂O)।
-
এটি একধরনের ক্ষারধর্মী স্ফটিক পদার্থ, যা পানিতে দ্রবণীয়।
-
গৃহস্থালি ও শিল্পে এটি পরিষ্কারক, পানি নরমকারী এবং কাচ, সাবান ও ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয়।
-
এর রাসায়নিক সূত্রে ১০টি জলের অণু (water of crystallization) যুক্ত থাকে।
অতএব, ওয়াশিং সোডা = Na₂CO₃·10H₂O।
0
Updated: 4 days ago
PCl5 অণুর
গঠন কি?
Created: 4 days ago
A
ত্রিমাত্রিক
দ্বি-পিরামিডীয়
B
অষ্টতলকীয়
C
চতুস্তলকীয়
D
সমতলীয়
ত্রিকোণাকার
PCl₅ অণুতে কেন্দ্রীয় পরমাণু হলো ফসফরাস (P), যার চারপাশে ৫টি ক্লোরিন (Cl) পরমাণু যুক্ত থাকে। এই অণুর গঠন ব্যাখ্যা করা যায় হাইব্রিডাইজেশন তত্ত্ব দ্বারা।
-
হাইব্রিডাইজেশন: sp³d
-
গঠন: ত্রিমাত্রিক ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয় (trigonal bipyramidal) আকৃতি।
-
সমতলীয় (equatorial plane): ৩টি ক্লোরিন পরমাণু একই সমতলে অবস্থান করে।
-
অক্ষীয় (axial positions): বাকি ২টি ক্লোরিন পরমাণু উল্লম্ব অক্ষে অবস্থান করে।
ফলে, PCl₅ অণুটি একটি ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয় গঠনযুক্ত যৌগ।
0
Updated: 4 days ago