নিচের কোনটি Adsorption Chromatography এর অন্তর্ভুক্ত নয়?
A
Paper Chromatography (PC)
B
Column Chromatography (CC)
C
Thin-Layer Chromatography (TLC)
D
High-performance Liquid Chromatography (HPLC)
উত্তরের বিবরণ
Adsorption Chromatography হলো একটি প্রক্রিয়া, যেখানে solute (দ্রবণীয় পদার্থ) একটি adsorbent-এর পৃষ্ঠে শোষিত হয় এবং শোষণের পার্থক্যের উপর ভিত্তি করে উপাদানগুলো পৃথক হয়।
এটি প্রধানত solid stationary phase এবং mobile phase-এর মধ্যকার পার্থক্য কাজে লাগিয়ে উপাদানগুলো পৃথক করে। এর প্রধান ধরণগুলো হলো:
-
Column Chromatography (CC)
-
Thin Layer Chromatography (TLC)
-
High-Performance Liquid Chromatography (HPLC) (যখন stationary phase solid থাকে, যেমন silica/alumina)
অন্যদিকে, Paper Chromatography (PC)-এ stationary phase হলো পানি শোষিত সেলুলোজ ফাইবার (partition type), যা adsorption নয়, বরং partition chromatography-এর অন্তর্ভুক্ত।
সুতরাং, Paper Chromatography (PC) হলো Adsorption Chromatography নয়, বরং এটি Partition Chromatography।
0
Updated: 4 days ago
H₂SO4 এর অনুবন্ধী ক্ষারক
কোনটি?
Created: 4 days ago
A
SO42-
B
HSO4-
C
SO32-
D
কোনটিই নয়
H₂SO₄ একটি প্রোটন (H⁺) ত্যাগ করলে যে যৌগটি তৈরি হয়, সেটিই তার অনুবন্ধী ক্ষারক (conjugate base)।
অতএব, HSO₄⁻ হলো H₂SO₄-এর অনুবন্ধী ক্ষারক, কারণ এটি অ্যাসিড থেকে একটি প্রোটন হারানোর ফলে গঠিত হয়।
0
Updated: 4 days ago
পর্যায়
সারণির কোন গ্রুপের মৌলসমূহকে
চ্যালকোজেন বলা হয়?
Created: 4 days ago
A
18
B
17
C
16
D
2
চ্যালকোজেন হলো পর্যায় সারণির Group 16 (VI A group)-এর মৌলসমূহ। নামটি এসেছে গ্রিক শব্দ “chalcos”, যার অর্থ “ore” বা আকরিক, কারণ এই মৌলগুলোর বহু যৌগ ধাতব আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া যায়।
-
অক্সিজেন (O)
-
সালফার (S)
-
সেলেনিয়াম (Se)
-
টেলুরিয়াম (Te)
-
পোলোনিয়াম (Po)
সুতরাং, সঠিক উত্তর হলো গ)।
0
Updated: 4 days ago
সমতাপীয়
অবস্থায় একটি গ্যাসকে 10 লিটার
থেকে 20 লিটারে প্রসারিত করা হলে গ্যাস
কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত KJ?
Created: 4 days ago
A
2.48
B
1.24
C
8.31
D
0.831
প্রশ্নটি বাতিল করা হয়েছে
সঠিক উত্তর দেওয়া যায় না।
সমীকরণটি W = nRT ln(V₂/V₁) হলো একটি isothermal (স্থিততাপীয়) প্রক্রিয়া-তে গ্যাসের কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র।
-
প্রদত্ত: V₁ = 10 L, V₂ = 20 L
-
সেক্ষেত্রে, ln(V₂/V₁) = ln(20/10) = ln(2)
-
কিন্তু কাজের মান (W) নির্ণয় করতে n (গ্যাসের মোল সংখ্যা) ও T (তাপমাত্রা) প্রয়োজন।
যেহেতু প্রশ্নে n এবং T দেওয়া নেই, তাই সংখ্যাগতভাবে কাজের পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়।
0
Updated: 4 days ago