Choose the correct preposition. My brother has no interest ____ music.
A
for
B
in
C
with
D
at
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক শব্দ হবে - in
-
সম্পূর্ণ বাক্য: My brother has no interest in music. (আমার ভাই সঙ্গীতে কোনো আগ্রহ রাখে না।)
• interest somebody (in something) অর্থ হলো কাউকে কোনো বিষয়ে আগ্রহী বা কৌতূহলী করা।
-
সঙ্গীতে আগ্রহ প্রকাশ করতে বলি interest in music। আর কোনো বিষয়ে জানতে আগ্রহ দেখাতে interest for ব্যবহার করা হয়।

0
Updated: 2 months ago
If we want concrete proof, we are looking for___.
Created: 2 months ago
A
Building material
B
Something to cover a path
C
Clear evidence
D
A cement Mixer
নিশ্চিত প্রমাণ বলতে আমরা এমন প্রমাণ বুঝি যা সন্দেহের সুযোগ রাখে না। আর ‘clear evidence’ মানে হলো স্পষ্ট এবং সহজে বোঝা যায় এমন প্রমাণ।
‘Concrete proof’ শব্দবন্ধে ‘concrete’ শব্দটি ‘নির্দিষ্ট’ বা ‘মজবুত’ অর্থে ব্যবহৃত হয়, তাই এর পরে ‘proof’ দিলে বুঝায় স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ। কিন্তু ‘concrete proof’ পাওয়া গেলে অবশ্যই ‘clear evidence’ থাকতে হবে।
তাই নিচের বাক্যে খালি জায়গায় সঠিক উত্তর হবে ‘clear evidence’।
সম্পূর্ণ বাক্য:
If we want concrete proof, we are looking for clear evidence.

0
Updated: 2 months ago
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses-
Created: 2 months ago
A
hyperbole
B
interrogation
C
command
D
wonder
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses - wonder.
- যা কেউ ভাবে নি তাই ঘটেছে এটা বুঝাতে wonder হবে।
- "Who would have thought" একটি rhetorical expression., যা বোঝায় যে শাইলক এতটা নিষ্ঠুর হবে, তা কল্পনাও করা হয়নি।
- এখানে প্রকৃতপক্ষে প্রশ্ন করা হয়নি; বরং শাইলকের নিষ্ঠুরতায় বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করা হয়েছে।
• উক্ত লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক "The Merchant of Venice" থেকে নেওয়া। এটি শাইলকের চরিত্র সম্পর্কে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে। শাইলক একজন ইহুদি সুদখোর হিসেবে উপস্থাপিত, যাকে এই নাটকে একটি বিতর্কিত এবং জটিল চরিত্র হিসেবে দেখানো হয়েছে।
- এই ধরনের উক্তি শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন চরিত্রের সংলাপে পাওয়া যায়, যেখানে মানব চরিত্রের অসংগতি এবং নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glitters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

0
Updated: 2 months ago
I am looking for someone who ____ play the piano.
Created: 3 months ago
A
able to
B
is able
C
can be able to
D
can
প্রশ্নে প্রদত্ত বাক্যে শূন্যস্থান পূরণের জন্য can ব্যবহৃত হবে।
সম্পূর্ণ বাক্য: I am looking for someone who can play the piano.
-
এখানে can ব্যবহার করা হয়েছে কারণ এটি কারো কোনো কিছু করার সক্ষমতা বোঝায়, অর্থাৎ 'কারো পিয়ানো বাজাতে পারা' বোঝাতে can প্রযোজ্য।
-
মনে রাখতে হবে, can সাধারণত বর্তমান কাল (present indefinite tense)-এ ব্যবহৃত হয়।
-
তবে present perfect বা future tense বোঝাতে হলে can এর পরিবর্তে be able to ব্যবহার করা হয়।
অতএব, সঠিক উত্তর হবে (ঘ)।

0
Updated: 3 months ago