Would you be so kind ___ to keep me informed?
A
that
B
enough
C
as
D
much
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 5 days ago
Questions 29 to 30: Choose the correct analogy.
Burden : Encumber :: Weariness : ________
Created: 1 month ago
A
Recapitulate
B
Elongate
C
Boredom
D
Perceptible
• Burden : Encumber :: Weariness : Boredom
• শব্দগুলোর অর্থ:
- 
Burden (Noun) — ভার; বোঝা; গুরুভার; (সাহিত্য ও লাক্ষণিক) বোঝা; যা বহন করা কঠিন 
- 
Encumber (Verb) — বাধা; বোঝা; দায় 
- 
Weariness (Noun) — ক্লান্তি; অবসাদ 
• Given options:
- 
ক) Recapitulate (Verb) — (আলোচিত কোনো বিষয়ের) প্রধান দফা পুনরাবৃত্তি করা; মূল প্রসঙ্গগুলো পুনর্ব্যক্ত করা 
- 
খ) Elongate (Verb) — দীর্ঘ করা; সম্প্রসারিত করা 
- 
গ) Boredom (Noun) — একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি 
- 
ঘ) Perceptible (Adjective) — প্রত্যক্ষ করা যায় বা উপলব্ধি করা যায় এমন; প্রত্যক্ষ 
• Analogical Relation:
- 
'Burden' is synonymous with 'Encumber'. Similarly, 'Weariness' is synonymous with 'Boredom'. 
Source:
- 
Accessible Dictionary, Bangla Academy 
- 
Merriam-Webster Dictionary 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
In the word 'Leaflet', the suffix 'let' refers to:
Created: 3 weeks ago
A
A folded page
B
A colored page
C
A type of leaf
D
A small or thin sheet
In the word 'Leaflet', the suffix 'let' means – ঘ) Small or thin।
- 
Leaflet (noun) - 
English Meaning: a small or thin sheet of paper, often giving information or advertising something 
- 
Bangla Meaning: ক্ষুদ্র বা পাতলা কাগজের পত্র; লিফলেট 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
The word 'flying' in the sentence 'Look at the flying bird' is-
Created: 1 month ago
A
gerund
B
participle
C
verbal noun
D
gerundial infinitive
বাক্যটি হলো "Look at the flying bird"। এখানে flying শব্দটি একটি participle। কারণ এটি একই সাথে verb এবং adjective এর কাজ করছে। নিচে participle সম্পর্কিত বিস্তারিত আলোচনা দেওয়া হলো।
- 
Participle হলো verb-এর এমন একটি রূপ যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) যুক্ত হয়ে গঠিত হয়। 
- 
এটি অনেক সময় adjective হিসেবে ব্যবহৃত হয়ে কোনো noun-কে বর্ণনা বা modify করে। 
- 
অর্থাৎ participle একই সাথে verb এবং adjective হিসেবে কাজ করে। 
Participle সাধারণত তিন প্রকার:
- 
Present Participle – যেমন: Do not disturb a sleeping dog. 
- 
Past Participle – যেমন: This is a book written by Charles Dickens. 
- 
Perfect Participle – যেমন: Having eaten rice, he went to bed. 
- 
যখন verb-এর সাথে -ing যোগ হয়ে adjective-এর কাজ করে, তখন সেটিকে present participle বলা হয়। 
- 
সংক্ষেপে: present participle = verb + ing → adjective (verb-adjective)। 
- 
Present participle দ্বারা সাধারণত চলমান ক্রিয়া বা অবস্থা বোঝানো হয়। 
"Look at the flying bird" বাক্যে flying শব্দটি bird নামক noun-কে modify করেছে এবং তার অবস্থা প্রকাশ করছে। তাই এটি একই সাথে verb ও adjective-এর ভূমিকা পালন করেছে।
সুতরাং, flying = participle।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago