Choose the correct sentence.
A
Everybody have gone there.
B
Everybody are gone there.
C
Everybody has gone there.
D
Everybody has went there.
উত্তরের বিবরণ
সঠিক বাক্য: Everybody has gone there.
🔹 "Everybody" একটি singular (একবচন) subject।
🔹 যেমন: Everybody, Nobody, Anybody — এগুলো একবচন হিসেবে ধরা হয়।
🔹 তাই এসব subject থাকলে verb-ও singular হবে।
🔹 এখানে "has" হলো singular verb, যা "everybody" এর সাথে ব্যবহার করা ঠিক।
🔹 বাক্যটি Present Perfect Tense-এ করা হয়েছে।
🔹 এই Tense-এ has/have + verb-এর past participle form হয়।
🔹 তাই go-এর past participle হলো "gone" — সেটা ব্যবহার হয়েছে।
🔹 সবশেষে, Subject-Verb Agreement অনুযায়ী "has gone" একবচন subject "everybody"-এর সাথে মিল রেখেছে।

0
Updated: 2 months ago
Choose the correct sentence:
Created: 1 week ago
A
Neither the teacher nor the students is responsible.
B
Neither the teacher nor the students are responsible.
C
Neither the teacher nor the students was responsible.
D
Neither the teacher nor the students was being responsible.
Correct answer হলো খ) Neither the teacher nor the students are responsible, কারণ “Neither…nor” конструкশনে verb সবসময় নিকটবর্তী subject এর সঙ্গে agree করে। এখানে নিকটবর্তী subject হলো students (plural), তাই verb হবে are।
-
Other options:
-
ক) Neither the teacher nor the students is responsible → ভুল, কারণ nearest subject plural, তাই verb singular নয়।
-
গ) Neither the teacher nor the students was responsible → ভুল, nearest subject plural হওয়ায় verb should be are।
-
ঘ) Neither the teacher nor the students was being responsible → ভুল, plural subject তাই verb হবে were।
-
ঙ) Neither the teacher nor the students being responsible → সঠিক বাক্য গঠিত হয়নি।
-

0
Updated: 1 week ago
Choose the correct sentence using "died in":
Created: 4 weeks ago
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:

0
Updated: 4 weeks ago
Identify the correct sentence:
Created: 4 weeks ago
A
Had the diplomat react with more tact, the international conflict might have avoided.
B
Had the diplomat react with more tact, the international conflict might have been avoided.
C
Had the diplomat reacted with more tact, the international conflict might have been avoided.
D
Had the diplomat reacted with more tact, the international conflict should have avoided.
Correct sentence: Had the diplomat reacted with more tact, the international conflict might have been avoided.
-
Bangla meaning: কূটনীতিবিদ যদি আরও কৌশলে প্রতিক্রিয়া জানাতেন, তাহলে আন্তর্জাতিক সংঘাত এড়ানো যেত।
-
Third conditional rule:
-
If-clause (শর্তযুক্ত অংশ) এ যদি had + V3 ব্যবহৃত হয়, তবে main clause এ would/could/might + have + V3 ব্যবহার করতে হবে।
-
Structure: If + Past Perfect (had + V3) + Subject + would/could/might + have + verb (past participle)।
-
যদি if না থাকে, তবে শর্তযুক্ত clause Had + Subject + V3, main clause Subject + would/could/might + have + V3।
-
Passive voice ব্যবহার করা হয় যদি কাজটি নিজের দ্বারা না হয়ে অন্য কারও দ্বারা করা হয়।
-
-
Examples:
-
Had the government implemented the policy sooner, the economic crisis could have been mitigated.
-
If she had anticipated the storm, she would have postponed the expedition to the summit.
-
-
Common mistakes in options:
-
Had the diplomat react with more tact, the international conflict might have avoided – 'react' ভুল; উচিত 'reacted' এবং passive structure হবে 'might have been avoided'।
-
Had the diplomat reacted with more tact, the international conflict should have avoided – 'should have avoided' ভুল, Third conditional এ হবে would/could/might + have + V3।
-

0
Updated: 4 weeks ago