One who converts raw hide into leather is a/an -
A
tenner
B
usurer
C
plumber
D
janitor
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
One who knows everything –
Created: 2 months ago
A
Scholar
B
Genius
C
Omniscient
D
Literate
Correct Answer: গ) Omniscient
Omniscient (Adj)
-
Bangla Meaning: সর্বজ্ঞ
-
English Meaning: knowing everything; having unlimited understanding or knowledge
Other Options:
-
Scholar – পাঠশালার পড়ুয়া; a person of deep wisdom or learning
-
Genius – প্রতিভাবান ব্যক্তি; a strong leaning or inclination; penchant
-
Literate – অক্ষরজ্ঞানসম্পন্ন; educated, cultured
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
Choose the antonym of “Adversity”:
Created: 2 months ago
A
Misfortune
B
Hardship
C
Prosperity
D
Calamity
Correct Answer
গ) Prosperity ✅
Explanation:
-
Adversity (Noun)
-
Bangla Meaning: নিদারুণ দুর্দশা, দৈবদোষ, দুঃখযন্ত্রণা।
-
English Meaning: a state or instance of serious or continued difficulty or misfortune.
-
-
Prosperity (Noun)
-
Bangla Meaning: সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য, সাফল্য, উন্নতি।
-
English Meaning: the condition of being successful or thriving.
-
Other Options
ক) Misfortune → দুর্ভাগ্যজনক ঘটনা; অনর্থপাত।
খ) Hardship → কষ্টকর পরিস্থিতি; suffering।
ঘ) Calamity → দুর্দৈব, বিপর্যয়, চরম দুর্দশা।
0
Updated: 2 months ago
Who is the speaker in “The Solitary Reaper”?
Created: 3 weeks ago
A
A traveler in the Geogian Highlands
B
A farmer
C
A fellow reaper
D
Wordsworth himself
“The Solitary Reaper” কবিতায় বক্তা নিজেই William Wordsworth। কবিতায় তিনি স্কটিশ হাইল্যান্ডের প্রান্তরে এক কৃষক মেয়ের গান শুনে মুগ্ধ হন। মেয়েটি একাকী ধান কেটে কাজ করছে, এবং তার গান এত মধুর ও হৃদয়স্পর্শী যে Wordsworth তা অনুভব করে আবেগপূর্ণভাবে বর্ণনা করেছেন। বক্তা শুধু মেয়ের কাজের দৃশ্য নয়, তার অনুভূতি, গান এবং প্রকৃতির সঙ্গে সংযোগকেও লক্ষ্য করেছেন। কবিতার দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্ট যে, বক্তা একজন সাধারণ পর্যবেক্ষক নয়, বরং কবিই।
• The Solitary Reaper:
-
এটি William Wordsworth রচিত একটি কবিতা।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে।
-
কবিতায় দেখা যায়, একটি তরুণী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ী অঞ্চলে একাকী কাজ করছে।
-
কাজের পাশাপাশি সে করুণ ও মর্মস্পর্শী গান গাইছে।
-
কবিতার শিরোনামের বাংলা অর্থ হলো “একাকী শস্যচ্ছেদক”।
• William Wordsworth (1770–1850):
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি এবং Romantic Movement-এর প্রধান স্থপতি।
-
১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে।
-
১৮০০ সালের দ্বিতীয় সংস্করণের Preface-এ তিনি সাহিত্যের নীতি ও দর্শন তুলে ধরেন, যা রোমান্টিক সাহিত্যকে বিপ্লবী রূপ দিয়েছিল।
-
তিনি বিশ্বাস করতেন, কবিতাকে এমনভাবে লেখা উচিত যাতে সাধারণ জীবনের ঘটনা এবং মানুষের প্রকৃত ভাষা প্রতিফলিত হয়।
• Wordsworth-এর উল্লেখযোগ্য রচনা:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy Poems
• উপাধিসমূহ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
0
Updated: 3 weeks ago