বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
A
শব্দ
B
কারক
C
পদ
D
ক্রিয়াপদ
উত্তরের বিবরণ
• পদ:
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে৷
অন্যভাবে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
• বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মােট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা:
- বিশেষ্য,
- সর্বনাম,
- বিশেষণ,
- ক্রিয়া,
- ক্রিয়াবিশেষণ,
- অনুসর্গ,
- যােজক,
- আবেগ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 5 months ago
'কর্তিত' শব্দটি কোন ধাতু যোগে গঠিত?
Created: 2 months ago
A
কৃৎ
B
কর্
C
কৃ
D
কথ্
সংস্কৃত মূল ধাতু (Sanskrit Root Verbs)
সংজ্ঞা
-
যে সব ক্রিয়াপদ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে, সেগুলোকে সংস্কৃত মূল ধাতু বলা হয়।
-
এই ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া-বিশেষ্য বা ক্রিয়া-বিশেষণ গঠিত হয়।
উদাহরণ
| সংস্কৃত ধাতু | বাংলা পদ/সাধিত পদ |
|---|---|
| কৃ | কুত, কর্তব্য |
| কৃৎ | কর্তন, কর্তিত |
| কথ | কথ্য, কথিত |
| অঙ্ক | অঙ্কন, অঙ্কিত |
| খাদ্ | খাদন, খাদিত |
| হস্ | হাস্য, হসিত |
| পঠ | পঠন, পঠিত |
| দৃশ্ | দর্শন, দর্শিত |
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 2 months ago
'আনমনা' শব্দের 'আন' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
বিক্ষিপ্ত
B
কম
C
আধা
D
অভাব
১. উপসর্গ ‘আন’
অর্থ ও ব্যবহার:
-
‘না’ অর্থে: যেমন আনকোরা
-
‘বিক্ষিপ্ত’ অর্থে: যেমন আনচান, আনমনা
২. খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব (খাঁটি) উপসর্গ মোট ২১টি, যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
দ্রষ্টব্য:
-
উপরের তালিকার মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও দেখা যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
কোনটি প্রাতিপদিকের উদাহরণ?
Created: 1 month ago
A
গাছে
B
ঘর
C
পদ্মর
D
ঘোড়ায়
প্রাতিপদিক
প্রাতিপদিক হলো এমন নাম শব্দ যা কোনো বিভক্তি ছাড়া ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
লাজ
-
বড়
-
ঘর
এই শব্দগুলোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নয়, তাই এগুলো প্রাতিপদিক।
বৈশিষ্ট্য:
-
প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি ধারণ করে।
-
যেমন ধাতুতে কৃৎ-প্রত্যয় যুক্ত হলে ধাতু ক্রিয়া রূপে পরিণত হয়, ঠিক তেমনই প্রাতিপদিকে নাম-প্রকৃতি বলা হয়।
পার্থক্য উদাহরণ:
-
গাছে, ঘোড়ায় (সপ্তমী বিভক্তি)
-
পদ্মর (ষষ্ঠী বিভক্তি)
এগুলোতে বিভক্তি যুক্ত হওয়ায় এগুলো প্রাতিপদিক নয়।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago