They are said ____ a dynamic new play.
A
to have wrote
B
to have written
C
to have writing
D
have written
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
Shelley's "Ozymandias" is a/an -
Created: 1 month ago
A
sonnet
B
elegy
C
dramatic monologue
D
novel
Ozymandias হলো P.B. Shelley রচিত একটি বিখ্যাত কবিতা। এটি একটি Sonnet, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতার শিরোনামে ব্যবহৃত Ozymandias আসলে ফারাও রামেসেস দ্বিতীয়ের (Ramesses II) গ্রিক নাম। মূলত এটি প্রাচীন মিশরের এক শক্তিশালী শাসককে নির্দেশ করে। কবিতার মূল বক্তব্য হলো— একচ্ছত্র ক্ষমতা ক্ষণস্থায়ী; যতই শাসক ক্ষমতাধর ও শক্তিশালী হোক না কেন, তার প্রভাব-প্রতাপ সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়।
P.B. Shelley:
-
তিনি একজন English Romantic poet।
-
ব্যক্তিগত ভালোবাসা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর উচ্ছ্বসিত অন্বেষণ ধীরে ধীরে প্রকাশ্য কর্মকাণ্ড থেকে সরে এসে কবিতার মাধ্যমে প্রকাশিত হয়, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার অন্তর্ভুক্ত।
Shelley-এর উল্লেখযোগ্য রচনা
Poem:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following is incorrect?
Created: 2 months ago
A
Hurry lest you should be late.
B
Be careful lest you should fall.
C
Work hard lest you should pass.
D
Walk quickly lest you should miss the bus.
The incorrect Sentence is: গ) Work hard lest you should pass.
-
কারণ এখানে বলা হয়েছে - "তুমি কষ্ট করো না হলে পাশ করে ফেলবে!"- তাই বাক্যটি অর্থহীন।
-
Lest দ্বারা দুটি clause যুক্ত হলে পরবর্তী clause এর verb এর আগে should বসে।
-
সেখানে ঐ verb এর negative রূপ ব্যবহার করা যায় না।
উদাহরণ:
-
Run fast lest (পাছে নইলে) you should miss the train.
Incorrect: Work hard lest you should pass
Correct: Work hard lest you should fail
Incorrect: Work hard lest you should not fail
Correct: Work hard lest you should fail
অন্য বাক্যগুলো সঠিক:
-
ক) Hurry lest you should be late.
-
খ) Be careful lest you should fall.
-
ঘ) Walk quickly lest you should miss the bus.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Which of the following is a synonym of “Tantamount”?
Created: 1 month ago
A
Invigorate
B
Conceal
C
Identical
D
Reverse
সঠিক উত্তর হলো – গ) Identical.
Identical (adjective): অভিন্ন; সম্পূর্ণ একই রকম
Tantamount (adjective):
-
English Meaning: Having the same bad effect as something else
-
Bangla Meaning: সমপরিমাণ; সদৃশ; শামিল
Synonyms:
-
Identical (অভিন্ন)
-
Alike (অনুরুপ)
-
Duplicate (সদৃশ)
-
Equal (সমান, সমমাপের)
-
Correspondent (অনুরুপ)
Antonyms:
-
Different (ভিন্ন)
-
Opposite (বিপরীত)
-
Polar (সম্পূর্ণ বিপরীত)
-
Reverse (বিপরীত, বিপ্রতীপ, আলাদা ধরণ)
-
Distinct (স্বতন্ত্র)
Example Sentences:
-
Her statement is tantamount to a confession of guilt.
-
His absence in the meeting was tantamount to violation of discipline.
Other options:
-
Invigorate (শক্তি/সাহস দেওয়া)
-
Conceal (গোপন করা)
0
Updated: 1 month ago