Fill in the gap with an appropriate word/phrase: Do not let those children ____ a lot of Candy.
A
eat
B
to eat
C
eating
D
being eaten
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
Who is the speaker in “The Solitary Reaper”?
Created: 3 weeks ago
A
A traveler in the Geogian Highlands
B
A farmer
C
A fellow reaper
D
Wordsworth himself
“The Solitary Reaper” কবিতায় বক্তা নিজেই William Wordsworth। কবিতায় তিনি স্কটিশ হাইল্যান্ডের প্রান্তরে এক কৃষক মেয়ের গান শুনে মুগ্ধ হন। মেয়েটি একাকী ধান কেটে কাজ করছে, এবং তার গান এত মধুর ও হৃদয়স্পর্শী যে Wordsworth তা অনুভব করে আবেগপূর্ণভাবে বর্ণনা করেছেন। বক্তা শুধু মেয়ের কাজের দৃশ্য নয়, তার অনুভূতি, গান এবং প্রকৃতির সঙ্গে সংযোগকেও লক্ষ্য করেছেন। কবিতার দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্ট যে, বক্তা একজন সাধারণ পর্যবেক্ষক নয়, বরং কবিই।
• The Solitary Reaper:
-
এটি William Wordsworth রচিত একটি কবিতা।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে।
-
কবিতায় দেখা যায়, একটি তরুণী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ী অঞ্চলে একাকী কাজ করছে।
-
কাজের পাশাপাশি সে করুণ ও মর্মস্পর্শী গান গাইছে।
-
কবিতার শিরোনামের বাংলা অর্থ হলো “একাকী শস্যচ্ছেদক”।
• William Wordsworth (1770–1850):
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি এবং Romantic Movement-এর প্রধান স্থপতি।
-
১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে।
-
১৮০০ সালের দ্বিতীয় সংস্করণের Preface-এ তিনি সাহিত্যের নীতি ও দর্শন তুলে ধরেন, যা রোমান্টিক সাহিত্যকে বিপ্লবী রূপ দিয়েছিল।
-
তিনি বিশ্বাস করতেন, কবিতাকে এমনভাবে লেখা উচিত যাতে সাধারণ জীবনের ঘটনা এবং মানুষের প্রকৃত ভাষা প্রতিফলিত হয়।
• Wordsworth-এর উল্লেখযোগ্য রচনা:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy Poems
• উপাধিসমূহ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
0
Updated: 3 weeks ago
Translate it: আদনান কি গতকাল গিয়েছিল?
Created: 1 month ago
A
Did Adnan went yesterday?
B
Had Adnan gone yesterday?
C
Did Adnan go yesterday?
D
Has Adnan go yesterday?
Correct translation: Did Adnan go yesterday?
Explanation:
-
The word "yesterday" indicates Past Indefinite (Simple Past) tense
-
Structure for a Past Indefinite Interrogative sentence:
Did + Subject + Base form of verb + rest of sentence + ? -
Therefore, "আদনান কি গতকাল গিয়েছিল?" translates to:
Did Adnan go yesterday?
Why other options are incorrect:
-
Did Adnan went yesterday? → Incorrect; after did, the base form (go) must be used, not went
-
Had Adnan gone yesterday? → Incorrect; yesterday indicates Past Indefinite, not Past Perfect
-
Has Adnan go yesterday? → Incorrect; Present Perfect cannot be used with yesterday
Source:
0
Updated: 1 month ago
'Giving someone the cold shoulder' means-
Created: 1 month ago
A
To torture somebody
B
To harm somebody
C
To appreciate somebody
D
To ignore somebody
উল্লিখিত প্রশ্নের সঠিক উত্তর হলো To ignore somebody। Cold shoulder বলতে বোঝায় অভিপ্রেতভাবে বা উদ্দেশ্যমূলকভাবে অবন্ধুসুলভ আচরণ দেখানো। এটি ইংরেজিতে বোঝানো হয় a show of intentional unfriendliness / an unfriendly attitude shown, এবং বাংলায় এর মানে অবন্ধুসুলভ আচরণ।
-
উদাহরণ বাক্য (Ex. Sentence): He showed a cold shoulder when danger came.
বাংলা অর্থ: সে বিপদের সময় মুখ ফিরিয়ে নিলো।
0
Updated: 1 month ago