A
পায়খানা, প্রস্রাবখানায়
B
গোসলখানায়
C
পুকুরে
D
নালায়
উত্তরের বিবরণ
সলিড ফিনাইল
সলিড ফিনাইল হলো এক ধরনের শক্ত জীবাণুনাশক ও দুর্গন্ধ দূর করার উপকরণ। এটি সাধারণত টয়লেট, প্রস্রাবখানা বা স্যানিটারি জায়গায় ব্যবহার করা হয়, যেখানে দুর্গন্ধ থাকে এবং জীবাণু থাকে। এটি সেই সব দুর্গন্ধ দূর করে এবং জায়গাটিকে জীবাণুমুক্ত রাখে।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু রাসায়নিক জিনিস
-
সাবান ও ডিটারজেন্ট: শরীর ও কাপড় পরিষ্কার করতে ব্যবহার হয়।
-
টুথপেস্ট: দাঁত পরিষ্কার করতে এবং মুখের জীবাণু দূর করতে সাহায্য করে।
-
ব্লিচিং পাউডার: কাপড়ের দাগ তুলতে, পানি জীবাণুমুক্ত করতে ও পরিষ্কারক হিসেবে কাজে লাগে।
-
বেকিং সোডা: কেক বা রুটি ফোলাতে রান্নায় ব্যবহার হয়, আবার ঘর পরিষ্কার করতেও কাজে আসে।
-
ক্লোরোফর্ম: আগে এটি চিকিৎসায় রোগীকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হতো।

0
Updated: 1 month ago
নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
Created: 1 week ago
A
পরমাণু শক্তি
B
কয়লা
C
পেট্রোল
D
প্রাকৃতিক গ্যাস
শক্তির উৎস
শক্তির উৎস প্রধানত দুটি প্রকারে বিভক্ত:
নবায়নযোগ্য শক্তির উৎস (Renewable Energy Sources)
-
নবায়নযোগ্য শক্তি হলো এমন ধরনের শক্তি যা স্বল্প সময়ের মধ্যে পুনরায় ব্যবহার করা যায় এবং কখনও শেষ হয় না।
-
এটি পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ, তাই এটিকে “গ্রীন শক্তি” ও বলা হয়।
-
বর্তমান সময়ে মানুষ যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার প্রায় পাঁচভাগের এক ভাগই নবায়নযোগ্য শক্তি থেকে আসে।
-
উদাহরণ:
-
সৌর শক্তি (Solar Energy)
-
বায়ু শক্তি (Wind Energy)
-
সমুদ্রস্রোত শক্তি (Tidal Energy)
-
ভূ-তাপীয় শক্তি (Geothermal Energy)
-
পরমাণু শক্তি (Nuclear Energy)
-
অনবায়নযোগ্য শক্তির উৎস (Non-Renewable Energy Sources)
-
অনবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি যা একবার ব্যবহার হয়ে গেলে পুনরায় পাওয়া যায় না।
-
প্রকৃতিতে এর পরিমাণ সীমিত এবং চাহিদার তুলনায় আমাদের দেশে মজুদও খুব বেশি নয়।
-
এর উৎপাদন খরচ বেশি এবং অনেক সময় পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
-
উদাহরণ:
-
কয়লা (Coal)
-
প্রাকৃতিক গ্যাস (Natural Gas)
-
খনিজ তেল (Petroleum)
-
নিউক্লিয় শক্তি (Nuclear Energy)
-
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 week ago
নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?
Created: 2 days ago
A
ডিএনএ বা আরএনএ থাকে
B
শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
C
স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
D
রাইবোজোম (Ribosome) থাকে
ভাইরাসের জীব বৈশিষ্ট্য
-
ভাইরাসের ভেতরে জেনেটিক উপাদান হিসেবে DNA অথবা RNA থাকে।
-
এরা নিজে থেকে সংখ্যা বাড়াতে পারে না; কেবলমাত্র পোষক জীবের কোষের ভেতর প্রবেশ করলে বৃদ্ধি পায়।
-
ভাইরাসকে স্ফটিক বা ক্রিস্টালে রূপান্তর করা সম্ভব।
-
এদের মধ্যে জেনেটিক রিকম্বিনেশন বা বংশগত উপাদানের বিন্যাস পরিবর্তন হতে দেখা যায়।
-
ভাইরাসে মিউটেশন বা পরিবর্তন ঘটে এবং নতুন নতুন প্রকরণ (ভ্যারাইটি) তৈরি হয়।
-
একবার ভাইরাস সৃষ্টি হলে, সেটি তার মূল বৈশিষ্ট্য বজায় রেখে অনুরূপ ভাইরাস উৎপন্ন করতে সক্ষম।
ভাইরাসের জড় বৈশিষ্ট্য
-
ভাইরাস আসলে অকোষীয় কণা; এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম বা নিউক্লিয়াসের মতো কোনো কোষীয় গঠন নেই।
-
ভাইরাসের এনজাইম নেই, তাই এরা খাদ্য গ্রহণ, পরিপাক বা শক্তি উৎপাদনের মতো বিপাকীয় কাজ করতে পারে না।
-
ভাইরাস কখনোই নিজের থেকে প্রজনন করতে পারে না; এ কাজের জন্য সবসময় অন্য জীবন্ত কোষের ওপর নির্ভরশীল।
-
এদেরকে রাসায়নিক কণার মতোই কেলাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, পানিতে মিশিয়ে সাসপেনশন তৈরি এবং তলানি করা যায়।
-
জীবকোষের বাইরে ভাইরাস একেবারে নিষ্ক্রিয় অবস্থায় থাকে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 days ago
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
Created: 1 week ago
A
গায়ের ঘাম বের হতে দেয় না
B
বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
C
পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
D
পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
দেহের স্বাচ্ছন্দ্য এবং বায়ুর আর্দ্রতা
আমাদের শরীর কতটা আরামবোধ করে তা অনেকটাই নির্ভর করে চারপাশের বায়ুর আর্দ্রতার ওপর। যখন আমরা হাঁটাচলা করি, শারীরিক পরিশ্রম করি, বা দেহের তাপমাত্রা বেড়ে যায়, তখন আমাদের শরীরে ঘাম উৎপন্ন হয়। ঘাম মূলত শরীরের ভেতরের জলীয় কণার আকারে থাকে।
শরীরের সাথে সংস্পর্শে আসা বাতাস এই ঘামকে শোষণ করে এবং দেহ থেকে তাপ নিয়ে বাষ্পায়িত করে। বাষ্পায়ন প্রক্রিয়ায় দেহের তাপ হ্রাস পায়, ফলে আমরা শীতলতা অনুভব করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি।
কিন্তু গ্রীষ্ম বা বর্ষার সময় বাতাসের আর্দ্রতা বেশি থাকে। এতে ঘাম বাষ্পায়িত হয় না বা খুব কম হয়। ফলস্বরূপ, ঘাম শুকায় না এবং দেহ অস্বস্তিকর অনুভব করে। তাই সেই সময় আমাদের স্বাচ্ছন্দ্য কমে যায়।
উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago