সুষম খাদ্যের উপাদান কয়টি?
A
৪ টি
B
৫ টি
C
৬ টি
D
৮ টি
উত্তরের বিবরণ
সুষম খাদ্য
মানবদেহের পুষ্টির প্রয়োজন ভালোভাবে পূরণ করতে সুষম খাদ্য খাওয়া খুব জরুরি। সুষম খাদ্যে মোট ৬ ধরনের উপাদান থাকে।
সুষম খাদ্যে শর্করা, প্রোটিন (আমিষ) এবং চর্বির পরিমাণ থাকে প্রায় ৪ : ১ : ১ অনুপাতে।
সুষম খাদ্যের উপাদান:
১। শর্করা
২। প্রোটিন (আমিষ)
৩। ভিটামিন
৪। খনিজ লবণ
৫। চর্বি
৬। পানি
সূত্র: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 5 days ago
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
Created: 2 months ago
A
এক কিলোওয়াট-ঘণ্টা
B
এক ওয়াট-ঘণ্টা
C
এক কিলোওয়াট
D
এক ওয়াট
কিলোওয়াট-ঘণ্টা (kWh)
-
যখন ১ ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘণ্টা কাজ করে, তখন যে পরিমাণ শক্তি ব্যবহার হয় তাকে ১ ওয়াট-ঘণ্টা বলা হয়।
-
বড় ক্ষমতার যন্ত্রের ক্ষেত্রে কিলোওয়াট-ঘণ্টা ব্যবহার করা হয়।
অর্থাৎ, ১ কিলোওয়াট-ঘণ্টা শক্তি = প্রায় ৩.৬ মেগা জুল।
-
আন্তর্জাতিকভাবে, বিদ্যুৎ সরবরাহকে কিলোওয়াট-ঘণ্টা এককে পরিমাপ করা হয়।
-
বাংলাদেশে, বিল দেওয়ার সময় এক ইউনিট বিদ্যুৎ বলতে ১ কিলোওয়াট-ঘণ্টা বোঝানো হয়।
-
সুতরাং, আমাদের বিদ্যুৎ বিল কিলোওয়াট-ঘণ্টা অনুযায়ী হিসাব করা হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Created: 1 month ago
A
মেরু অঞ্চলে
B
বিষুব অঞ্চলে
C
পাহাড়ের ওপর
D
পৃথিবীর কেন্দ্রে
বস্তুর ওজন ও অভিকর্ষজ ত্বরণ
-
একটি বস্তুর ওজন নির্ভর করে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ (g) এর উপর।
-
পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের গড় মান প্রায় ৯.৮ মিটার/সেকেন্ড²।
-
যেখানে অভিকর্ষজ ত্বরণ বেশি, সেই স্থানে বস্তুর ওজনও বেশি হয়।
-
বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কম হওয়ায় বস্তুর ওজনও তুলনামূলকভাবে কম থাকে।
-
মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ বেশি হওয়ায় বস্তুর ওজন বেশি হয়।
-
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হওয়ায় বস্তুর ওজনও শূন্য হয়।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি
0
Updated: 1 month ago
সুষম খাদ্যের উপাদান কয়টি?
Created: 2 months ago
A
৪ টি
B
৬ টি
C
৫ টি
D
৮ টি
সুষম খাদ্য:
- মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য।
- সুষম খাদ্যের উপাদান ৬টি।
- সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত = ৪ : ১ : ১ ।
• সুষম খাদ্যের উপাদান:
১. শর্করা,
২. আমিষ,
৩. ভিটামিন,
৪. খনিজ লবণ,
৫. চর্বি এবং
৬. পানি।
উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago