বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহন করেন কোন জেলায়?
A
বগুড়া
B
রংপুর
C
দিনাজপুর
D
রাজশাহী
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
'সব্যসাচী' ছদ্মনাম ব্যবহার করতেন কোন প্রাবন্ধিক?
Created: 1 month ago
A
বুদ্ধদেব বসু
B
সুভাষ মুখোপাধ্যায়
C
মোহিতলাল মজুমদার
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
মোহিতলাল মজুমদার
-
জন্ম: ১৮৮৮ সালের ২৬ অক্টোবর, নদীয়ার কাঁচড়াপাড়া গ্রাম; পৈতৃক নিবাস: হুগলির বলাগড়
-
পেশা: কবি, প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক; অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা
-
সমালোচনামূলক প্রবন্ধে ব্যবহৃত ছদ্মনাম: ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’, ‘শ্রী সত্যসুন্দর দাস’
-
মৃত্যু: ২৬ জুলাই ১৯৫২
অন্য সাহিত্যিক ও তাদের ছদ্মনাম:
-
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪): বাংলা সাহিত্যের প্রভাবশালী ও বহুমুখী লেখক, “সব্যসাচী” উপাধিতে পরিচিত; তবে এটি তাঁর ছদ্মনাম নয়
-
সুভাষ মুখোপাধ্যায়: ছদ্মনাম সুবচনী
-
নারায়ণ গঙ্গোপাধ্যায়: ছদ্মনাম সুনন্দ
0
Updated: 1 month ago
'জলদ' কোন ধরনের তৎপুরুষ সমাস?
Created: 1 month ago
A
অলুক তৎপুরুষ
B
সপ্তমী তৎপুরুষ
C
পঞ্চমী তৎপুরুষ
D
উপপদ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাস
-
সংজ্ঞা:
যে পদের সঙ্গে পরবর্তী ক্রিয়ামূলের কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সেই পদকে উপপদ বলা হয়।
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস গঠিত হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। -
উদাহরণ:
-
জলে চরে যা → জলচর
-
জল দেয় যে → জলদ
-
পক্ষে জন্মে যা → পঙ্কজ
-
-
অন্যান্য উদাহরণ:
গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)
0
Updated: 1 month ago
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কোন ধরনের কবি হিসেবে খ্যাত?
Created: 1 month ago
A
প্রতিবাদী কবি
B
রোমান্টিক কবি
C
প্রাকৃতিক কবি
D
ধর্মীয় কবি
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একজন প্রতিবাদী কবি, যাঁর কবিতায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতার ভাব শক্তভাবে প্রতিফলিত হয়েছে।
-
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ:
-
জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, বরিশাল।
-
পৈত্রিক নিবাস: বাগেরহাট জেলার মংলা থানার সাহেবের মেঠ গ্রাম।
-
প্রকৃত নাম: শেখ মোহাম্মদ শহীদুল্লাহ; ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি তিনি নিজে গ্রহণ করেন।
-
ছাত্রজীবনেই প্রকাশিত কাব্যগ্রন্থ: উপদ্রুত উপকূল (১৯৭৯) ও ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১)।
-
সাহিত্যকর্মের স্বীকৃতি: ১৯৮০ সালে মুনীর চৌধুরী স্মৃতিপুরস্কার লাভ করেন।
-
মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন, ঢাকায়।
-
-
অন্যান্য কাব্যগ্রন্থ:
-
দিয়েছিলে সকল আকাশ
-
মৌলিক মুখোশ
-
মানুষের মানচিত্র
-
0
Updated: 1 month ago