দুগ্ধদানকারী মা (Lactating mother) এর জন্য কোন Mineral টি অত্যন্ত জরুরি?
A
জিংক
B
আয়োডিন
C
ক্যালসিয়াম
D
আয়রন
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে কোন কণা পাওয়া যায়?
Created: 4 weeks ago
A
ইলেকট্রন
B
পজিট্রন
C
প্রোটন
D
নিউট্রন
প্রোটন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা, যা সব মৌলের পরমাণুর কেন্দ্রে (নিউক্লিয়াসে) অবস্থান করে এবং ধনাত্মক আধান বহন করে।
প্রোটন সম্পর্কিত তথ্য
-
প্রোটনও ইলেকট্রনের মতো সকল মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা।
-
এটি সবসময় পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে।
-
হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা পাওয়া যায় তাকেই প্রোটন বলে।
-
প্রোটনের সংকেত হলো H+ অথবা P।
-
প্রোটনের আসল ভর প্রায় 1.67 × 10⁻²⁴ g।
-
প্রোটনের আধান হলো 1.60 × 10⁻¹⁹ C।
-
প্রোটনের আপেক্ষিক ভর 1 একক।
-
প্রোটনের আপেক্ষিক আধান +1।
0
Updated: 4 weeks ago
উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে কোনটি?
Created: 1 month ago
A
মোটর
B
ট্রানজিস্টর
C
জেনারেটর
D
ট্রান্সফরমার
ট্রান্সফরমার (Transformer)
-
ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র যা তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে।
-
এতে মূলত দুটি কুণ্ডলী থাকে, যা একটি আয়তাকার কাঁচা লোহার কোর বা ম্যাজার উপর সারিবদ্ধভাবে আবৃত থাকে যাতে অধিক চৌম্বক বলের রেখা তৈরি হয়।
-
একটি কুণ্ডলীতে পরিবর্তনশীল প্রবাহ চললে অপর কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তি সৃষ্টি হয়।
-
ট্রান্সফরমারের কাজ হলো উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা, শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।
-
ফলে, বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়।
-
বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
-
-
যে যন্ত্র এই রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলা হয়।
-
ট্রান্সফরমার সাধারণত দুই প্রকারের হয়:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার (বিভব বৃদ্ধি করে)
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার (বিভব হ্রাস করে)
উৎস:
0
Updated: 1 month ago
বর্তমানে শীর্ষ ঋণদাতা দেশ - [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
জাপান
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
চীন
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ (আগস্ট ২০২৫ অনুযায়ী):
-
জার্মানি বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ।
-
জাপান দীর্ঘ ৩৪ বছর শীর্ষ ঋণদাতা হিসেবে অবস্থান করলেও এখন এই মর্যাদা হারিয়েছে।
-
২০২৪ সালের শেষ নাগাদ প্রধান দেশগুলোর নিট বৈদেশিক সম্পদের পরিমাণ:
-
জার্মানি: ৫৬৯.৬৫ ট্রিলিয়ন ইয়েন
-
জাপান: ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন
-
চীন: ৫১৬.২৮ ট্রিলিয়ন ইয়েন
-
উৎস:
0
Updated: 1 month ago