মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
A
ভারত
B
আলজেরিয়া
C
আলবেনিয়া
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
মাদার তেরেসা
-
মাদার তেরেসার আসল নাম অ্যাগনেস গন্কজা বোজাহিউ (Agnes Gonxha Bojaxhiu)।
-
তিনি একজন আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক।
-
জন্ম: ২৭ আগস্ট ১৯১০, আলবেনিয়ার স্কপিয়ে শহরে (বর্তমানে উত্তর মেসিডোনিয়ার অংশ)।
-
১৯২৮ সালে তিনি কলকাতায় আসেন।
-
কলকাতায় তিনি অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
-
মৃত্যু: ৫ সেপ্টেম্বর ১৯৯৭।
পুরস্কার ও স্বীকৃতি:
-
১৯৬২: পদ্মশ্রী
-
১৯৭১: পোপ জন শান্তি পুরস্কার
-
১৯৭২: জওহরলাল নেহরু পুরস্কার
-
১৯৭৯: নোবেল শান্তি পুরস্কার (দুঃস্থ মানুষের সেবায় অবদান)
-
১৯৮০: ভাররত্ন
উৎস: Britannica
0
Updated: 5 days ago
লাওসের (Laos) সরকারি নাম কি?
Created: 2 months ago
A
Loas People's Democratic Republic
B
Republic of Laos
C
Kingdom of Laos
D
Democratic Republic of Laos
লাওস
লাওস (Laos) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থলবদ্ধ দেশ। এর সরকারী নাম “Laos People’s Democratic Republic”। দেশটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী উত্তর-পশ্চিমে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া এবং পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত।
লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশগুলোর মধ্যে অন্যতম। ১৯৭৫ সালে এখানে কমিউনিস্ট শাসকরা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশকে মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের ভিত্তিতে পরিচালনা শুরু করে।
-
রাজধানী: ভিয়েনতিয়েন
-
বর্তমান প্রধানমন্ত্রী: সোনেক্সে সিফানডোন
-
আইনসভা: জাতীয় পরিষদ
-
মুদ্রা: কিপ
-
সরকারি ভাষা: লাও
সূত্র: Britannica
0
Updated: 2 months ago
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
Created: 2 months ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
মালদ্বীপ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
নেপালকে ১৯৬২ ও ১৯৯০ সালের সংবিধানের মাধ্যমে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারিতে, অন্তর্বর্তীকালীন সংসদের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হলেও,
তখন ধর্মের স্বাধীনতাকে বিশেষভাবে প্রভাবিত করে এমন কোনো আইন পরিবর্তন করা হয়নি। তবে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, এবং এর পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধানে চিহ্নিত করা হয়।
- অপশনের ৪টি রাষ্ট্র সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ভারত
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের ধারণা মূলত প্রাচীন চীনে শুরু হয়েছিল, যেখানে সরকারী চাকুরে বা কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এই ব্যবস্থা সরকারের ক্ষমতাশালী ব্যক্তিবর্গ গড়ে তুলেছিল, যারা সরাসরি প্রাসাদের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
-
প্রাচীন চীনে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্ত্রী বলা হতো, যারা সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতেন।
-
২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে প্রথমবারের মতো সিভিল সার্ভিস বা সরকারী চাকুরির সূচনা হয়।
-
সম্রাট বুঝেছিলেন যে চীনের মতো বিশাল সাম্রাজ্য একা পরিচালনা করা সম্ভব নয়, তাই তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী ও প্রশাসকদের সরকারের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন।
-
এর ফলে প্রায় ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিসের মাধ্যমে পরিচালিত হতো।
বাংলাদেশে সিভিল সার্ভিস বা বিসিএস হল বাংলাদেশ সরকারের সরকারী সিভিল সার্ভিস।
-
এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল।
-
স্বাধীনতার পর এটি সিভিল সার্ভিস অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস নামে পরিচিতি পায়।
-
এর মূলনীতি ও পরিচালনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্বারা নির্ধারিত হয়।
-
বিসিএসের ক্যাডার সংখ্যা ২৬টি।
0
Updated: 1 month ago