ভিটামিন 'A' এর অভাবে কোন রোগটি হয় ?
A
রাতকানা
B
কেরাটোমেলাসিয়া
C
কর্নিয়ার জেরোসিস
D
রিকেট্স
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়-
Created: 6 days ago
A
এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
B
চিনি জাতীয় খাবার খেলে
C
এ রোগ হলে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
D
ঘইনসুলিনের অভাবে যে রোগ হয়
0
Updated: 6 days ago
জন্ডিসে আক্রান্ত হয়-
Created: 5 days ago
A
লিভার
B
চোখ
C
ত্বক
D
হার্ট
জন্ডিস ও যকৃত
-
জন্ডিসের সময় দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত (লিভার) প্রভাবিত হয়।
-
সাধারণত ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত হলে জন্ডিস দেখা দেয়।
-
জন্ডিসের ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়।
-
বিলিরুবিন মূলত যকৃত ও অস্থিমজ্জাতে তৈরি হয়। পরে এটি জমা হয় প্লীহাতে (spleen) এবং কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার যকৃতে ফিরে আসে।
-
জন্ডিস আক্রান্ত ব্যক্তির ত্বক, চোখ ও মুখের শুঁটকি হলুদাভ হয়ে যায়।
উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 5 days ago
পানিবাহিত রোগ কোনটি নয়?
Created: 5 days ago
A
ডায়রিয়া
B
টাইফয়েড
C
ম্যালেরিয়া
D
আমাশয়
0
Updated: 5 days ago