মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি হবে?
A
কার্বোহাইড্রেট
B
ফ্যাট
C
প্রোটিন
D
মিনারেলস
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
প্রশমন বিক্রিয়ায় কোন পদার্থগুলো উৎপন্ন হয়?
Created: 4 weeks ago
A
অক্সিজেন ও পানি
B
গ্যাস ও লবণ
C
লবণ ও পানি
D
পানি ও ক্ষারক
প্রশমন বিক্রিয়া হলো এমন রাসায়নিক বিক্রিয়া যেখানে এসিড এবং ক্ষার একত্রে প্রতিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ফলে উভয়ের এসিড ও ক্ষার ধর্ম শূন্যে চলে যায়।
প্রশমন বিক্রিয়ার মূল তথ্য
-
এসিড দ্রবণ জলীয় অবস্থায় হাইড্রোজেন আয়ন (H⁺ বা H₃O⁺) প্রদান করে।
-
ক্ষার দ্রবণ জলীয় অবস্থায় হাইড্রোক্সিল আয়ন (OH⁻) প্রদান করে।
-
H⁺ এবং OH⁻ এর যুক্তিতে পানি (H₂O) উৎপন্ন হয়।
-
উদাহরণ: H⁺ (aq) + OH⁻ (aq) → H₂O (l)
-
-
উদাহরণ বিক্রিয়া:
-
HCl (aq) + NaOH (aq) → NaCl (aq) + H₂O (l)
-
এখানে HCl থেকে H⁺ এবং NaOH থেকে OH⁻ যুক্ত হয়ে পানি গঠন করে এবং NaCl লবণ তৈরি হয়।
-
-
pH এবং তীব্রতা:
-
এসিড দ্রবণের pH < 7, ক্ষার দ্রবণের pH > 7।
-
এসিডের H⁺ এর ঘনত্ব যত বেশি, এসিড তত তীব্র এবং pH কম।
-
ক্ষারের OH⁻ এর ঘনত্ব যত বেশি, ক্ষার তত তীব্র এবং pH বেশি।
-
-
পূর্ণ প্রশমন:
-
যখন দ্রবণে অতিরিক্ত এসিড বা ক্ষার থাকে না, তখন pH প্রায় 7 হয়।
-
এই অবস্থাতেই দ্রবণ সম্পূর্ণ প্রশমিত বলে ধরা হয়।
-
0
Updated: 4 weeks ago
চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে কী বলে?
Created: 1 month ago
A
প্রণকালচার
B
পিসিকালচার
C
মেরিকালচার
D
সেরিকালচার
আধুনিক চাষ পদ্ধতি:
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে প্রণকালচার।
অন্যদিকে,
- মৌমাছি চাষ বিষয়ক করাকে এপিকালচার বলে।
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার।
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে পিসিকালচার।
- উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে হর্টিকালচার।
- পাখি পালন বিষয়ক বিদ্যাকে বলে এভিকালচার।
- সামুদ্রিক মৎস্য পালন বিষয়ক বিদ্যাকে বলে মেরিকালচার।
0
Updated: 1 month ago
উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে কোনটি?
Created: 1 month ago
A
মোটর
B
ট্রানজিস্টর
C
জেনারেটর
D
ট্রান্সফরমার
ট্রান্সফরমার (Transformer)
-
ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র যা তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে।
-
এতে মূলত দুটি কুণ্ডলী থাকে, যা একটি আয়তাকার কাঁচা লোহার কোর বা ম্যাজার উপর সারিবদ্ধভাবে আবৃত থাকে যাতে অধিক চৌম্বক বলের রেখা তৈরি হয়।
-
একটি কুণ্ডলীতে পরিবর্তনশীল প্রবাহ চললে অপর কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তি সৃষ্টি হয়।
-
ট্রান্সফরমারের কাজ হলো উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা, শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।
-
ফলে, বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়।
-
বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
-
-
যে যন্ত্র এই রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলা হয়।
-
ট্রান্সফরমার সাধারণত দুই প্রকারের হয়:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার (বিভব বৃদ্ধি করে)
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার (বিভব হ্রাস করে)
উৎস:
0
Updated: 1 month ago