জন্ডিসে আক্রান্ত হয়-
A
লিভার
B
চোখ
C
ত্বক
D
হার্ট
উত্তরের বিবরণ
জন্ডিস ও যকৃত
- 
জন্ডিসের সময় দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত (লিভার) প্রভাবিত হয়। 
- 
সাধারণত ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত হলে জন্ডিস দেখা দেয়। 
- 
জন্ডিসের ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়। 
- 
বিলিরুবিন মূলত যকৃত ও অস্থিমজ্জাতে তৈরি হয়। পরে এটি জমা হয় প্লীহাতে (spleen) এবং কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার যকৃতে ফিরে আসে। 
- 
জন্ডিস আক্রান্ত ব্যক্তির ত্বক, চোখ ও মুখের শুঁটকি হলুদাভ হয়ে যায়। 
উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 5 days ago
নিচের কোনটি পানিবাহিত রোগ?
Created: 1 month ago
A
টাইফয়েড
B
ডায়রিয়া
C
আমাশয়
D
বর্ণিত সবগুলো
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
জন্ডিসের প্রধান কারণ কী?
Created: 1 month ago
A
প্লীহার ক্ষয়
B
রক্তে বিলিরুবিনের মাত্রা কমে যাওয়া
C
রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া
D
রক্তে লাল কণিকার সংখ্যা বেড়ে যাওয়া
বিলিরুবিন হলো একটি হলুদ রঙের পদার্থ যা মূলত যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয় এবং প্লীহাতে সংরক্ষিত থাকে। এটি রক্তে থাকা লাল রক্ত কণিকার ১২০ দিনের চক্র শেষ হওয়ার পর ভেঙে তৈরি হয় এবং লিভারে মিলিত হয়ে পাচক তরল পদার্থ হিসেবে গলব্লাডারে জমে থাকে। বিলিরুবিন খাদ্য হজমে সহায়ক এবং মল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- 
উৎপাদন ও সংরক্ষণ: যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয়, প্লীহাতে জমা থাকে। 
- 
রঙ ও উৎস: হলুদ রঙের, লাল রক্ত কণিকা ভেঙে তৈরি। 
- 
লিভারের ভূমিকা: বিলি নামে পরিচিত পাচক তরল পদার্থে পরিণত হয় এবং গলব্লাডারে সংরক্ষিত থাকে। 
- 
হজম ও মল প্রস্তুতি: খাবার হজমে সাহায্য করে এবং মল তৈরি করতে সহায়তা করে। 
- 
জন্ডিসের কারণ: রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি হয়ে গেলে জন্ডিস হয়। 
- 
রক্তে স্তরের বৃদ্ধি: যদি বিলিরুবিন বিলির সাথে মিশতে না পারে অথবা লাল রক্ত কণিকা কম পরিমাণে ভাঙতে শুরু করে, রক্তে বিলিরুবিনের স্তর দ্রুত বৃদ্ধি পায়, যা অন্য অঙ্গে পৌঁছে হলুদ ভাবের সৃষ্টি করে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয়?
Created: 1 month ago
A
নিউমোনিয়া
B
ইনফ্লুয়েঞ্জা
C
টাইফয়েড
D
ডিপথেরিয়া
ইনফ্লুয়েঞ্জা (Influenza) হলো একটি তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (প্রধানত টাইপ A, B, এবং C) দ্বারা ঘটে।
- 
সাধারণত এটিকে ফ্লু (Flu) নামে বলা হয়। 
- 
ভাইরাসটি হাঁচি-কাশি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে দ্রুত ছড়ায়। 
ব্যাকটেরিয়াজনিত রোগ:
- 
ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে। 
- 
উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি। 
ভাইরাসজনিত রোগ:
- 
ভাইরাস দ্বারা সৃষ্ট রোগকে ভাইরাস জনিত রোগ বলা হয়। 
- 
উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago