কোনটি বায়ুর উপাদান নহে?
A
নাইট্রোজেন
B
হাইড্রোজেন
C
কার্বন
D
ফসফরাস
উত্তরের বিবরণ
'ফসফরাস' বায়ুর উপাদান নয়।
বায়ুমণ্ডলের উপাদান (Elements of Atmosphere):
-বায়ুমণ্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয়বাষ্পের সংমিশ্রনে গঠিত।
- বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন (২০.৭১%), যা মোট উপাদানগুলোর প্রায় ৯৯%।
- অবশিষ্ট ১% অন্যান্য উপাদান।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
Dengue fever is spread by-
Created: 1 month ago
A
Aedes aegypti mosquito
B
Common House flies
C
Anopheles mosquito
D
Rats and squirrels
ডেঙ্গু জ্বর
ডেঙ্গু জ্বর হলো একটি গ্রীষ্মমণ্ডলীয় রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে Aedes aegypti প্রজাতির মশা ডেঙ্গু ভাইরাস বাহক। সংক্রমণের ৩ থেকে ১৫ দিনের মধ্যে সাধারণত রোগীর শরীরে জ্বর, মাথাব্যথা, বমি, পেশি ও গাঁটের ব্যথা এবং চামড়ায় ফুসকুড়ি দেখা দেয়। সাধারণত ২ থেকে ৭ দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যায়।
ইতিহাস অনুযায়ী, চীনে ডেঙ্গু প্রথম শনাক্ত হয় ৯৯২ খ্রিস্টাব্দে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, ১৯৫০-এর দিকে ফিলিপিন্স এবং থাইল্যান্ডে মহামারী আকারে প্রথম ডেঙ্গু রোগ দেখা যায়। বাংলাদেশে ডেঙ্গু প্রথম শনাক্ত হয় ১৯৬০ সালে। প্রথমবারের মতো ঢাকায় একসাথে অনেকের মধ্যে এই জ্বর দেখা যাওয়ায় এটিকে ‘ঢাকা ফিভার’ বলা হয়। ২০০০ সালে বাংলাদেশে এটি মহামারী আকার ধারণ করে।
উৎস: World Health Organization (WHO) ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
Created: 2 months ago
A
RAM
B
ROM
C
হার্ডওয়্যার
D
সফ্টওয়্যার
ROM
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory, অর্থাৎ "শুধু পড়ার জন্য মেমোরি"।
-
এটি এমন এক ধরনের মেমোরি যেখানে সংরক্ষিত তথ্য বিদ্যুৎ না থাকলেও মুছে যায় না।
-
ROM-এ এমন প্রোগ্রাম থাকে যা কম্পিউটারের প্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশ চালাতে সাহায্য করে।
-
একে কম্পিউটারের স্থায়ী মেমোরি বা স্থায়ী স্মৃতি বলা হয়।
-
সাধারণভাবে ROM-এ থাকা তথ্য পরিবর্তন বা মুছে ফেলা যায় না।
-
এতে প্রয়োজনীয় তথ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান (Manufacturer) আগেই সংরক্ষণ করে দেয়।
-
ROM-এ থাকা তথ্য শুধু পড়া যায়, লেখা বা সম্পাদনা করা যায় না।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
Created: 2 months ago
A
পরমাণু শক্তি
B
কয়লা
C
পেট্রোল
D
প্রাকৃতিক গ্যাস
নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি হলো এমন জ্বালানি যা ব্যবহার করার পর শেষ হয় না এবং বারবার পাওয়া বা ব্যবহার করা যায়। যেমন:
-
সৌরশক্তি (সূর্যের তাপ),
-
বায়ু শক্তি,
-
জলবিদ্যুৎ,
-
ভূ-তাপ শক্তি (জিওথার্মাল),
-
পরমাণু শক্তি,
-
বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে, অনবায়নযোগ্য জ্বালানি হলো যেগুলো একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় এবং পুনরায় পাওয়া যায় না। যেমন:
-
কয়লা,
-
প্রাকৃতিক গ্যাস,
-
খনিজ তেল,
-
পারমাণবিক জ্বালানি।
সূত্র: পদার্থবিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি, এনসিটিবি।

0
Updated: 2 months ago