4x²-12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
A
4
B
9
C
25
D
16
উত্তরের বিবরণ
সমাধান:
4x² − 12x = 4(x² − 3x)
x² − 3x এর সাথে পূর্ণবর্গ তৈরি করতে:
(½ × −3)² = (−3/2)² = 9/4
4 এর বাইরে গুণ করলে যোগ করতে হবে:
4 × 9/4 = 9
উত্তর: 9
0
Updated: 5 days ago
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩৬ এবং ৫৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
Created: 2 weeks ago
A
৭৭
B
১২০
C
৩৪০
D
৪৪২
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩৬ এবং ৫৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
সমাধান: প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর ল.সা.গু.।
সুতরাং ১৬, ২৪, ৩৬ ও ৫৪ এর ল.সা.গু. এর সাথে ভাগশেষ ১০ (দশ) যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে।
সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ:
১৬ = ২৪
২৪ = ২৩ × ৩
৩৬ = ২২ × ৩২
৫৪ = ২ × ৩৩
ল.সা.গু. = ২৪ × ৩৩
= ৪৩২
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ল.সা.গু. + ভাগশেষ
= ৪৩২ + ১০
= ৪৪২
0
Updated: 2 weeks ago
Tk. 8000 becomes Tk. 9600 in 2 years at a certain rate of simple interest. If the rate becomes double, what will be the total amount in 5 years on the same principal?
Created: 3 weeks ago
A
Tk. 13200
B
Tk. 18500
C
Tk. 12000
D
Tk. 16000
Question: Tk. 8000 becomes Tk. 9600 in 2 years at a certain rate of simple interest. If the rate becomes double, what will be the total amount in 5 years on the same principal?
Solution:
Principal = Tk. 8000
Amount after 2 years = Tk. 9600
∴ Interest in 2 years = 9600 - 8000 = Tk. 1600
∴Interest per year = 1600/2 = Tk. 800
Since the interest rate doubles, the yearly interest also doubles,
∴ Interest per year = 800 × 2 = Tk. 1600
⇒ Interest for 5 years = 1600 × 5 = Tk. 8000
⇒ New total amount = 8000 + 8000 = Tk. 16000
0
Updated: 3 weeks ago
একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের সরল মুনাফা এবং ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৬০ টাকা হলে, শতকরা মুনাফা হার কত?
Created: 1 month ago
A
৫%
B
১২%
C
১০%
D
৮%
প্রশ্ন: একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের সরল মুনাফা এবং ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৬০ টাকা হলে, শতকরা মুনাফা হার কত?
সমাধান:
৩০০ টাকার ৪ বছরের মুনাফা = (৩০০ × ৪) = ১২০০ টাকায় ১ বছরের মুনাফা
৪০০ টাকার ৫ বছরের মুনাফা = (৪০০ × ৫) = ২০০০ টাকায় ১ বছরের মুনাফা
এখন,(১২০০ + ২০০০) বা ৩২০০ টাকার ১ বছরের মুনাফা = ১৬০ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা = ১৬০/৩২০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের মুনাফা = (১৬০ × ১০০)/৩২০০ টাকা
= ৫ টাকা বা, ৫%
0
Updated: 1 month ago