A
নিষ্ঠা
B
সদাচার
C
সততা
D
সংযম
উত্তরের বিবরণ
• শিষ্টাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- ভদ্র ব্যবহার;
- নম্র আচরণ।
• সদাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- সৎ ও মার্জিত আচরণ,
- শাস্ত্রবিহিত আচরণ।
সুতরাং শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ- সদাচার।
অন্যদিকে:
---------------------
• নিষ্ঠা (বিশেষ্য)
অর্থ:
- দৃঢ় অনুরাগ; আস্থা; বিশ্বাস; শ্রদ্ধা; ভক্তি; মনোযোগ।
• সততা (বিশেষ্য)
অর্থ:
- ন্যায়পরায়ণতা; সাধুতা।
• সংযম (বিশেষ্য)
অর্থ:
- সংযতকরণ; নিয়ন্ত্রণ,
- দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago
‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Created: 1 day ago
A
বারিধি
B
নলিনী
C
অপ
D
পয়ঃ
পানি শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু, অম্ভঃ ইত্যাদি। ‘বারিধি’ শব্দের সমার্থক শব্দ ‘সাগর’। ‘নলিনী’ শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।

0
Updated: 1 day ago
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 2 weeks ago
A
দীর্ঘিকা, নদী, প্রণালী
B
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
C
গাঙ, তটিনী, অর্ণব
D
স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 months ago
A
অবনী
B
পৃথ্বী
C
নীর
D
ক্ষিতি
নেই

0
Updated: 2 months ago