'শিষ্টাচার'-এর সমার্থক শব্দ কোনটি?
A
নিষ্ঠা
B
সদাচার
C
সততা
D
সংযম
উত্তরের বিবরণ
• শিষ্টাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- ভদ্র ব্যবহার;
- নম্র আচরণ।
• সদাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- সৎ ও মার্জিত আচরণ,
- শাস্ত্রবিহিত আচরণ।
সুতরাং শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ- সদাচার।
অন্যদিকে:
---------------------
• নিষ্ঠা (বিশেষ্য)
অর্থ:
- দৃঢ় অনুরাগ; আস্থা; বিশ্বাস; শ্রদ্ধা; ভক্তি; মনোযোগ।
• সততা (বিশেষ্য)
অর্থ:
- ন্যায়পরায়ণতা; সাধুতা।
• সংযম (বিশেষ্য)
অর্থ:
- সংযতকরণ; নিয়ন্ত্রণ,
- দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 4 months ago
'সমর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
রাজা
B
যুদ্ধ
C
রাজ্ঞী
D
রাত
‘যুদ্ধ’ শব্দের সমার্থক শব্দ: লড়াই, সংঘর্ষ, সংগ্রাম, সমর, যুদ্ধবিগ্রহ, রণ, সংঘাত
‘রাজা’ শব্দের সমার্থক শব্দ: নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল
‘রানি’ শব্দের সমার্থক শব্দ: মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী
‘রাত’ শব্দের সমার্থক শব্দ: রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)

0
Updated: 1 week ago
'পাবক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অগ্নি
B
নয়ন
C
পুত্র
D
অধিপতি
অগ্নির সমার্থক শব্দ: পারক, অনল, আগুন, দহন, বহ্নি, কুশানু, হুতাশন, বৈশ্বানর, পাবন, সর্বভুক, শিখা, সর্বশুচি ইত্যাদি।

0
Updated: 1 month ago
'Intellectual' শব্দের বাংলা পরিভাষা-
Created: 3 weeks ago
A
মেধা
B
বুদ্ধিবৃত্তি
C
বিচারবুদ্ধি
D
বোধশক্তি
ইংরেজি শব্দ ও বাংলায় পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা / অর্থ |
---|---|
Intellectual | ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক; বুদ্ধিবৃত্তি |
Intellect | বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা |
সূত্র: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান

0
Updated: 3 weeks ago