আসিফ অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় ৫ কিমি বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় ৩ কিমি বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘন্টায় কত কি.মি.?
A
৪
B
১৫/৮
C
১৫/৪
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
একটি কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে চলে চতুর্থ সেকেন্ডে 14m দূরত্ব অতিক্রম করে। অষ্টম সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে?
Created: 1 week ago
A
20m
B
30m
C
25m
D
40m
একটি
কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু
করে সমত্বরণে চলে চতুর্থ সেকেন্ডে
14 m দূরত্ব অতিক্রম করে। অষ্টম সেকেন্ডে
কণাটি কত দূরত্ব অতিক্রম
করবে?
সমাধান:
স্থিরাবস্থা থেকে শুরু করলে,
n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,
এখানে,
প্রদত্ত
আছে,
অতএব,
অষ্টম
সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,
উ.
30 m
0
Updated: 1 week ago
A man rows downstream at 32 km/h and rows upstream at 22 km/h. At what speed can he row in still water?
Created: 2 months ago
A
27 km/h
B
5 km/h
C
54 km/h
D
15 km/h
Question: A man rows downstream at 32 km/h and rows upstream at 22 km/h. At what speed can he row in still water?
Solution:
Given,
Man rows downstream = 32 km/h
Man rows upstream = 22 km/h
We know that,
Speed in still water = (Downstream speed + Upstream speed) ÷ 2
= (32 + 22) ÷ 2
= 54 ÷ 2
= 27 km/h
0
Updated: 2 months ago
ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ১২ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
Created: 1 month ago
A
৪ কি.মি.
B
৫ কি.মি.
C
৬ কি.মি.
D
৮ কি.মি.
প্রশ্ন: ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ১২ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.
৬ কি.মি./ঘণ্টায় চললে কোনো স্থানে পৌছতে সময় লাগে = ক/৬ ঘণ্টা
আবার,
১২ কি.মি./ঘণ্টায় চললে কো্নো স্থানে পৌছতে সময় লাগে = ক/১২ ঘণ্টা
প্রশ্নমতে,
(ক/৬) - (ক/১২) = ৩০/৬০
বা, (২ক - ক)/১২ = ১/২
বা, ক/১২ = ১/২
বা, ২ক = ১২
∴ ক = ৬
∴ স্থানটির দূরত্ব = ৬ কি.মি.।
0
Updated: 1 month ago