সত্তর লিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ঃ২। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ঃ১ হবে?
A
৫
B
৭
C
১০
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 5 days ago
৬০ মিটার একটি বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের টুকরাগুলির আকার হবে-
Created: 4 days ago
A
৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
B
১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
C
৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
D
১২ মিটার, ২০ মিটার, ২৮ মিটার
সমাধান:
মোট অনুপাত = ৩ + ৭ + ১০ = ২০
প্রথম অংশ = (৩/২০) × ৬০ = ৯ মিটার
দ্বিতীয় অংশ = (৭/২০) × ৬০ = ২১ মিটার
তৃতীয় অংশ = (১০/২০) × ৬০ = ৩০ মিটার
উত্তর: ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 days ago
A certain principal amount, invested at simple interest, grows to Tk. 815 after 3 years and Tk. 854 after 4 years. What is the original principal amount?
Created: 2 months ago
A
Tk. 658
B
Tk. 612
C
Tk. 698
D
Tk. 710
Solution:
Given,
Amount after 3 years = Tk. 815
Amount after 4 years = Tk. 854
∴ Interest for 1 year = 854 - 815 = Tk. 39
∴ Interest for 3 years = 39 × 3 = Tk. 117
∴ Principal = 815 - 117 = Tk. 698
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৭ : ১ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৮ : ১ হবে?
Created: 1 month ago
A
৬ গ্রাম
B
৮ গ্রাম
C
১২ গ্রাম
D
৪ গ্রাম
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৭ : ১ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৮ : ১ হবে?
সমাধান:
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৭ : ১
মোট অংশ = (৭ + ১) = ৮
∴ গহনাতে সোনার পরিমাণ = ৪৮ × (৭/৮) গ্রাম = ৪২ গ্রাম
∴ গহনাতে তামার পরিমাণ = ৪৮ × (১/৮) গ্রাম = ৬ গ্রাম
ধরি,
সোনা মেশাতে হবে = ক গ্রাম
শর্তমতে,
(৪২ + ক)/৬ = ৮/১
⇒ ৪২ + ক = ৪৮
⇒ ক = ৪৮ - ৪২
⇒ ক = ৬
∴ সোনা মেশাতে হবে = ৬ গ্রাম।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago