কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
A
ডারউইন
B
লুই পাস্তুর
C
প্রিস্টলী
D
ল্যাভয়সিয়ে
উত্তরের বিবরণ
লুই পাস্তুর ছিলেন একজন ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী।
তিনি রোগজীবাণু তত্ত্ব আবিষ্কার করেন, যা রোগের কারণ বোঝার ক্ষেত্রে বড় পরিবর্তন আনে।
১৮৮৫ সালে তিনি জলাতঙ্ক রোগের টিকা তৈরি করেন এবং টিকার মাধ্যমে রোগ প্রতিরোধে নতুন দিগন্তের সূচনা করেন।
এছাড়া, তিনি মুরগির কলেরা, গবাদি পশুর অ্যানথ্রাক্স রোগের টিকা তৈরি করেন এবং দুধ বা পানীয়কে জীবাণুমুক্ত করার জন্য ‘পাস্তুরাইজেশন’ নামের একটি পদ্ধতি উদ্ভাবন করেন।
উৎস: ব্রিটানিকা।
0
Updated: 3 months ago
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
Created: 3 months ago
A
RAM
B
ROM
C
হার্ডওয়্যার
D
সফ্টওয়্যার
ROM
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory, অর্থাৎ "শুধু পড়ার জন্য মেমোরি"।
-
এটি এমন এক ধরনের মেমোরি যেখানে সংরক্ষিত তথ্য বিদ্যুৎ না থাকলেও মুছে যায় না।
-
ROM-এ এমন প্রোগ্রাম থাকে যা কম্পিউটারের প্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশ চালাতে সাহায্য করে।
-
একে কম্পিউটারের স্থায়ী মেমোরি বা স্থায়ী স্মৃতি বলা হয়।
-
সাধারণভাবে ROM-এ থাকা তথ্য পরিবর্তন বা মুছে ফেলা যায় না।
-
এতে প্রয়োজনীয় তথ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান (Manufacturer) আগেই সংরক্ষণ করে দেয়।
-
ROM-এ থাকা তথ্য শুধু পড়া যায়, লেখা বা সম্পাদনা করা যায় না।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
মৌমাছির চাষ হলো-
Created: 2 months ago
A
এপিকালচার
B
সেরিকালচার
C
পিসিকালচার
D
হর্টিকালচার
আধুনিক চাষ
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার;
- মৌমাছির পালন বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার;
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে - পিসিকালচার;
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে - প্রণকালচার;
- মৌমাছির চাষ বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার;
- রেশমের চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার;
- উদ্যানবিদ্যা বিষয়ক বিদ্যাকে বলে - হর্টিকালচার;
- পাখিপালন বিষয়ক বিদ্যাকে বলে - এভিকালচার;
- সামুদ্রিক মৎস পালনবিদ্যাকে বলে - মেরিকালচার।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
0
Updated: 2 months ago
একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
Created: 1 month ago
A
16.36
B
160
C
280
D
806.67
প্রশ্ন: একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
সমাধান:
এখানে,
বিভব পার্থক্য, V = 220V
ক্ষমতা, P = 60 W
রােধ, R = ?
আমরা জানি,
P = V2/R
বা, R = V2/P
বা, R = (220×220)/60
∴ R = 806.67 ওহম।
0
Updated: 1 month ago