____ the situation infuriated him, he did his best to hide his anger.
A
Because
B
Though
C
As
D
Since
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 5 days ago
They should complete the project. (passive)
Created: 1 month ago
A
The project should be completed by them.
B
The project should completed by them.
C
Should the project be completed by them.
D
The project completed should by them.
Explanation:
- 
When forming the passive voice with modal verbs like can, may, should, would, must, the structure is: 
 modal + be + past participle (V₃)
Examples:
- 
Active: I can do it. → Passive: It can be done by me. 
- 
Active: They should complete the project. → Passive: The project should be completed by them. 
- 
Active: He would sing good songs. → Passive: Good songs would be sung by him. 
- 
Active: She may use the tubewell. → Passive: The tubewell may be used by her. 
Why other options are wrong:
- 
খ) The project should completed by them. be is missing; correct form is should be completed 
- 
গ) Should the project be completed by them. This is a question form, not a statement 
- 
ঘ) The project completed should by them. Word order is incorrect; passive rules not followed 
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Fill in the blank: It is time we _____ the exam seriously.
Created: 2 weeks ago
A
take
B
took
C
to take
D
taking
বাক্য “It is time we took the exam seriously.”- এ ‘It is time’ ব্যবহারের নিয়ম অনুযায়ী subject (we)-এর পরে past form (took) ব্যবহার হয়েছে। এটি বোঝায়—এখনই পরীক্ষাটিকে গুরুত্বসহকারে নেওয়ার উপযুক্ত সময় এসেছে।
• It is time / It is high time ব্যবহারের নিয়ম:
- 
যদি It is time / It is high time-এর পরে subject থাকে, তবে পরবর্তী verb-এর past indefinite form (V2) ব্যবহৃত হয়। 
- 
অর্থ বোঝায় “এখনই কোনো কাজ করার সময়” বা “It’s already late for doing something.” 
- 
উদাহরণ: - 
It is time we took the exam seriously. 
- 
It is high time we left the place. 
- 
It is high time he changed his bad habits. 
 
- 
• Structure:
- 
It is (high) time + subject + verb (past form) 
• যদি subject না থাকে:
- 
তখন to + verb (infinitive) ব্যবহৃত হয়। 
- 
উদাহরণ: - 
It is high time to stop corruption. 
- 
It is time to take action. 
 
- 
• অতিরিক্ত ভাষাগত তথ্য:
- 
“It is high time” সাধারণত It is time অপেক্ষা বেশি জোরালো বা তাগিদপূর্ণ অর্থ প্রকাশ করে। 
- 
যদিও past tense ব্যবহার করা হয়, বাক্যের অর্থ present বা immediate necessity বোঝায়। 
- 
এটি এক ধরনের subjunctive use of past tense, যেখানে অতীতকাল ব্যবহার করে বর্তমান সময়ের প্রয়োজনীয়তা বা বিলম্বে করা উচিত কাজের ইঙ্গিত দেওয়া হয়। 
- 
কথ্য ও লিখিত ইংরেজিতে এটি প্রায়ই advice, suggestion, বা mild criticism প্রকাশে ব্যবহৃত হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
Milk is ____ food.
Created: 3 days ago
A
nutritional
B
nutrient
C
nutritive
D
nutritious
বাক্যটি হলো “Milk is ____ food.” এখানে এমন একটি বিশেষণ (adjective) প্রয়োজন, যা food শব্দটিকে বর্ণনা করে এবং দুধের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। সঠিক উত্তর হবে “nutritious”, কারণ এটি এমন খাবার বোঝায় যা পুষ্টিকর বা শরীরের জন্য উপকারী।
শব্দগুলোর অর্থ ও ব্যবহারের পার্থক্য নিচে দেওয়া হলো—
- 
Nutritional: এটি সাধারণত nutrition বা পুষ্টি সম্পর্কিত বিষয় বোঝাতে ব্যবহৃত হয়, যেমন nutritional value (পুষ্টিমান) বা nutritional science (পুষ্টিবিজ্ঞান)। 
- 
Nutrient: এটি একটি noun, যার অর্থ পুষ্টি উপাদান বা খাদ্যের মধ্যে থাকা উপকারী পদার্থ, যেমন proteins, vitamins, minerals। 
- 
Nutritive: এটি বিশেষণ হলেও অপেক্ষাকৃত পুরোনো ও কম ব্যবহৃত শব্দ; এর অর্থও পুষ্টিদায়ক, কিন্তু আধুনিক ব্যবহারে এর পরিবর্তে সাধারণত “nutritious” ব্যবহার করা হয়। 
- 
Nutritious: এটি সবচেয়ে প্রচলিত ও প্রমিত বিশেষণ, যার অর্থ পুষ্টিকর বা শরীরের বৃদ্ধি ও শক্তির জন্য প্রয়োজনীয় উপাদানে সমৃদ্ধ। 
সুতরাং বাক্যটির সঠিক রূপ হবে—
Milk is nutritious food.
অর্থাৎ “দুধ একটি পুষ্টিকর খাদ্য।”
তাই সঠিক উত্তর হলো—
ঘ) nutritious.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 days ago