বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
A
সংকর ধাতু
B
সীসা
C
টাংস্টেন
D
তামা
উত্তরের বিবরণ
বৈদ্যুতিক বাল্ব
-
বৈদ্যুতিক বাল্বের ভিতরে একটা সরু তার থাকে, যেটা টাংস্টেন নামক ধাতু দিয়ে তৈরি।
-
এই তারের দুটো প্রান্ত বাল্বের সাথে যুক্ত থাকে এবং এটাকেই ফিলামেন্ট বলা হয়।
-
যখন বাল্বে বিদ্যুৎ পৌঁছায়, তখন এই ফিলামেন্ট গরম হয়ে জ্বলে ওঠে এবং আলো দেয়।
উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

0
Updated: 1 month ago
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
Created: 3 weeks ago
A
গ্লাইকোজেন
B
গ্লুকোজ
C
ফ্রুক্টোজ (Fructose)
D
সুক্রোজ
গ্লাইকোজেন
গ্লাইকোজেন হলো একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড যা প্রাণীদের প্রধান শক্তি সঞ্চিত রূপ।
-
যদিও এটি মূলত প্রাণীদেহে সঞ্চিত থাকে, কিছু সায়ানোব্যাকটেরিয়া এবং ছত্রাক (যেমন ইস্ট) এর মধ্যেও দেখা যায়।
-
গ্লাইকোজেনের গঠনমূলক একক হলো α-D-গ্লুকোজ।
-
যখন গ্লাইকোজেন হাইড্রোলাইসিসের মাধ্যমে ভাঙা হয়, তখন কেবল α-D-গ্লুকোজ উৎপন্ন হয়।
-
এর আণবিক সূত্র হলো (C6H10O5)n।
গ্লাইকোজেনের কাজ:
-
লিভার এবং পেশিতে জমা থাকা গ্লাইকোজেন প্রয়োজনে গ্লুকোজে রূপান্তরিত হয়, যা শরীরকে কার্বন এবং শক্তি সরবরাহ করে।
-
রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: লিভারের গ্লাইকোজেন রক্তে গ্লুকোজ হিসেবে ছাড়ে, আর পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশি কাজের জন্য শক্তি যোগায়।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত শর্করা হলো গ্লাইকোজেন।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 weeks ago
জন্ডিসে আক্রান্ত হয়-
Created: 4 weeks ago
A
যকৃত
B
কিডনি
C
পাকস্থলী
D
হৃৎপিণ্ড
জন্ডিস ও যকৃত
-
জন্ডিসের সময় দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত (লিভার) প্রভাবিত হয়।
-
সাধারণত ভাইরাল হেপাটাইটিস আক্রান্ত হলে জন্ডিস দেখা দেয়।
-
জন্ডিসের ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়।
-
বিলিরুবিন মূলত যকৃত ও অস্থিমজ্জাতে তৈরি হয়। পরে এটি জমা হয় প্লীহাতে (spleen) এবং কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার যকৃতে ফিরে আসে।
-
জন্ডিস আক্রান্ত ব্যক্তির ত্বক, চোখ ও মুখের শুঁটকি হলুদাভ হয়ে যায়।
উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 4 weeks ago
কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
Created: 1 week ago
A
ক্লোরোপিক্রিন
B
মিথেন
C
নাইট্রোজেন
D
ইথেন
কাঁদুনে গ্যাসকে ক্লোরোপিকরিন নামেও ডাকা হয়। এটি চোখে অশ্রু সৃষ্টি করে বলে একে কাঁদুনে গ্যাস বলা হয়। এর রাসায়নিক নাম হলো নাইট্রোক্লোরোফরম, আর এর রাসায়নিক সংকেত হচ্ছে CCl₃NO₂।
তথ্যসূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 week ago