'প্রমাদ’ শব্দটি অর্থ কি?
A
বিপদ
B
আরাম
C
অতিরিক্ত
D
উজ্জ্বল
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
‘নাদ’ শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
মেঘের ডাক
B
বাঘের ডাক
C
সিংহের ডাক
D
ময়ূরের ডাক
ময়ুরের ডাক - কেকা। কোকিলের ডাক - কুহু। সিংহের ডাক - নাদ। হাতির ডাক - বৃংহতি। কুকুরের ডাক - বুক্কন।
0
Updated: 2 months ago
তাসের ঘর- শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
সর্বনাশ
B
তামাশা
C
ক্ষণস্থায়ী
D
ভন্ড
"তাসের ঘর" শব্দগুচ্ছের অর্থ হলো— ক্ষণস্থায়ী (অর্থাৎ স্থায়িত্বহীন, অল্প সময়েই ভেঙে যায় এমন কিছু)।
তাস দিয়ে বানানো ঘর খুব সহজেই ভেঙে পড়ে যায়, এর কোনো স্থায়িত্ব নেই। তাই কোনো বস্তু বা অবস্থা যখন অনিশ্চিত, অস্থির বা সহজেই ধ্বংস হয়ে যেতে পারে, তখন তাকে “তাসের ঘর” এর সাথে তুলনা করা হয়।
✅ সঠিক উত্তর: গ) ক্ষণস্থায়ী
0
Updated: 2 months ago
'Manuscript' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ইশতেহার
B
অবয়ব
C
পাণ্ডুলিপি
D
গল্প
‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা হলো ‘পাণ্ডুলিপি’। এটি ছাড়াও প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহৃত আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দের বাংলা রূপ হলো—
-
Manifesto শব্দের বাংলা পরিভাষা: ইশতেহার
-
Constitution শব্দের বাংলা পরিভাষা: সংবিধান
-
Constituency শব্দের বাংলা পরিভাষা: নির্বাচনী এলাকা / নির্বাচকমণ্ডলী
-
Deceit শব্দের বাংলা পরিভাষা: প্রতারণা
-
Manual শব্দের বাংলা পরিভাষা: সারগ্রন্থ
-
Memorandum শব্দের বাংলা পরিভাষা: স্মারকলিপি
-
Gazette শব্দের বাংলা পরিভাষা: ঘোষণাপত্র
0
Updated: 1 month ago