'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ কি?
A
অপরকে অন্ধ অনুসরণ
B
স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
C
অতিরিক্ত ব্যয় করা
D
আশ্রয়স্থল ত্যাগ
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 5 days ago
‘পুকুর চুরি’ বাগধারাটির অর্থ-
Created: 2 months ago
A
অবাস্তব বস্তু
B
বড়ো ধরনের চুরি
C
পুকুর চুরি করা
D
লোপাট
কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
নিচের কোনটি "গাছে তুলে মই কাড়া" বাগধারাটির অর্থ প্রকাশ করে?
Created: 3 weeks ago
A
ধরি মাছ না ছুঁই পানি
B
আশা দিয়ে নিরাশ করা
C
আকাশ থেকে পড়া
D
আকাশে তোলা
‘গাছে তুলে মই কাড়া’ বাগধারার অর্থ হলো আশা দিয়ে নিরাশ করা বা সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সাহায্য না করা।
- 
‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদ-প্রবচনের অর্থ: কৌশলে কার্য সম্পাদন করা 
- 
‘আকাশ থেকে পড়া’ বাগধারা: না জানার ভান করা 
- 
‘আকাশে তোলা’ বাগধারা: মাত্রাতিরিক্ত প্রশংসা করা 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
Created: 1 month ago
A
কুল কাঠের আগুন
B
তুষের আগুন
C
কলির সন্ধ্যা
D
রাবনের চিতা
কুল কাঠের আগুন - তীব্র জালা
তুষের আগুন - দীর্ঘ ও দুঃসহ যন্ত্রণা
কলির সন্ধ্যা - দুঃখের সুচনা
রাবণের চিতা - চির অশান্তি
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago