'পায়াভারি' বাগধারাটির অর্থ কি?
A
কপট লোক
B
প্রবীণ
C
পদস্থ ব্যক্তি
D
অহংকারী
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
‘পুকুর চুরি’ বাগধারাটির অর্থ-
Created: 2 months ago
A
অবাস্তব বস্তু
B
বড়ো ধরনের চুরি
C
পুকুর চুরি করা
D
লোপাট
কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।
0
Updated: 2 months ago
'রামগরুড়ের ছানা' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
সাংঘাতিক
B
অতি মূর্খ
C
গোমড়ামুখো লোক
D
অকেজো
বাংলা বাগধারা ও অর্থ
-
রামগরুড়ের ছানা → গোমড়ামুখো লোক
-
গায়ে পড়া → অযাচিত
-
লগন চাঁদা → ভাগ্যবান
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ঝিঙেফুল ফোটা → আয়ু ফুরিয়ে আসা
-
গয়ংগচ্ছ → ঢিলেমি
-
বুদ্ধির ঢেঁকি → নির্বোধ লোক
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাগধারা বাগবিধি, মুহাম্মদ আসাদুজ্জামান
0
Updated: 2 months ago
”তুর্কি-নাচন” বাগ্ধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
তুমুল কাণ্ড
B
ক্ষণস্থায়ী
C
অনুসন্ধান
D
তোষামোদ
বাংলা ভাষায় বাগ্ধারার মাধ্যমে নির্দিষ্ট অর্থ বা ভাব প্রকাশ করা হয়, যা সরাসরি শব্দার্থ থেকে বোঝা যায় না। নিচে কিছু বাগ্ধারার সঠিক অর্থ দেওয়া হলো—
-
তুর্কি-নাচন = তুমুল কাণ্ড
-
তাসের ঘর = ক্ষণস্থায়ী
-
টুঁ মারা = অনুসন্ধান
-
তেল মাখানো = তোষামোদ
0
Updated: 2 weeks ago