'কি করতে হবে ভেবে পায় না' তার এই অবস্থাকে বলা হয়-
A
বিস্মিত
B
কিংকর্তব্যবিমূঢ়
C
সুভাষিত
D
লজ্জিত
উত্তরের বিবরণ
0
Updated: 5 days ago
“যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
Created: 1 month ago
A
ন্যায়বাগীশ
B
নৈয়ায়িক
C
ন্যায়পাল
D
ন্যায়ঋদ্ধ
এক কথায় প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির বা বৈশিষ্ট্যের নাম/শব্দের অর্থ বোঝানো হয়। গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হলো:
-
ন্যায় শাস্ত্র জানেন যিনি – নৈয়ায়িক
-
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি – ঋত্বিক
-
যুদ্ধে স্থির থাকেন যিনি – যুধিষ্ঠির
-
মায়া জানে না যে – অমায়িক
-
বিবাদ করে যে – বিবাদমান
-
বচনে কুশল – বাগ্মী
-
বিদ্যা আছে যার – বিদ্বান
-
বেদ সম্বন্ধীয় – বৈদিক
-
বেশি কথা বলে যে – বাচাল
0
Updated: 1 month ago
'যার নাম পরিচয় জানা নেই' এক কথায় বলে-
Created: 2 months ago
A
অজ্ঞেয়
B
অজেয়
C
অজানা
D
অজ্ঞাত
0
Updated: 2 months ago
'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন-
Created: 5 months ago
A
ক্ষমার্হ
B
ক্ষমাপ্রার্থী
C
ক্ষমা
D
ক্ষমাপ্রদ
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
আরও কিছু এক কথায় প্রকাশ:
- ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
- ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
- ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago