কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি?
A
ফ্লোরিন
B
ক্লোরিন
C
অক্সিজেন
D
নাইট্রোজেন
উত্তরের বিবরণ
তড়িৎ ঋণাত্মকতা (Electronegativity) হলো একটি পরমাণুর সেই প্রবণতা, যার মাধ্যমে এটি অন্য পরমাণুর সাথে যৌগ গঠনের সময় বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। এই মান যত বেশি, পরমাণুর ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা তত বেশি।
- 
পর্যায় সারণিতে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, কারণ নিউক্লিয়ার চার্জ বাড়ে কিন্তু পরমাণুর আকার ছোটে। 
- 
উপর থেকে নিচে গেলে এটি হ্রাস পায়, কারণ পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসের আকর্ষণ কমে। 
- 
ফ্লোরিন (F) হলো দ্বিতীয় পর্যায়ের হ্যালোজেন গ্রুপের সর্বোচ্চস্থানে অবস্থিত এবং এর পারমাণবিক আকার সবচেয়ে ছোট। 
- 
ফলে এর নিউক্লিয়াস ও বন্ধন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ সর্বাধিক, যা একে সব মৌলের মধ্যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক করে তোলে। 
তড়িৎ ঋণাত্মকতার মান (Pauling scale): ফ্লোরিন = 4.0, যা পৃথিবীর সব মৌলের মধ্যে সর্বোচ্চ।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 5 days ago
সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Created: 5 days ago
A
PH₃
B
NH₃
C
CO₂
D
H₂S
সমুদ্রে বা জাহাজের উপরে দেখা সাদা ধোঁয়া (white smoke) আসলে একটি রাসায়নিক বিক্রিয়ার ফল, যা ফসফিন গ্যাস (PH₃) ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়। এই প্রক্রিয়াটি মূলত আর্দ্র বায়ুর সঙ্গে ফসফিনের বিক্রিয়ার কারণে ঘটে।
- 
ফসফিন গ্যাস (PH₃) বায়ুর সংস্পর্শে এলে দ্রুত অক্সিডাইস হয়ে ফসফরাস পেন্টঅক্সাইড (P₂O₅) গঠন করে। 
- 
উৎপন্ন P₂O₅ বায়ুর আর্দ্রতার সঙ্গে বিক্রিয়া করে, ফলে সাদা ধোঁয়া সদৃশ কণিকা (white fumes) তৈরি হয়। 
- 
এই বিক্রিয়ার কারণেই সমুদ্র বা জাহাজের উপর ঘন সাদা ধোঁয়া দৃশ্যমান হয়, যা বাস্তবে জলীয় বাষ্প ও ফসফরাস যৌগের মিশ্রণ। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 days ago
নিচের
কোনটির আয়নিক ধর্ম সবচেয়ে বেশি?
Created: 4 days ago
A
MgCl2
B
FeCl3
C
AlCl3 
D
CaCl2
Fajans’ rules অনুযায়ী, আয়নিক ধর্ম (ionic character) নির্ধারণ করা হয়, যেখানে সমযোজী ধর্ম (covalent character) বাড়ে যখন:
- 
ক্যাটায়ন ছোট এবং উচ্চ আধানযুক্ত হয় (যার ফলে polarizing power বেশি হয়)। 
- 
অ্যানায়ন বড় এবং সহজে পোলারাইজযোগ্য হয়। 
অতএব, আয়নিক ধর্ম তখন বেশি হবে যদি:
- 
ক্যাটায়ন বড় হয়, 
- 
ক্যাটায়নের আধান কম হয়। 
এই বিবেচনায়, CaCl₂ (ক্যালসিয়াম ক্লোরাইড)-এর আয়নিক ধর্ম সবচেয়ে বেশি হবে, কারণ Ca²⁺ আকারে বড় এবং কম পোলারাইজিং, ফলে ইলেকট্রন স্থানান্তর বেশি হয় এবং এটি আরও বেশি আয়নিক ধর্ম প্রদর্শন করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 days ago
নিম্নের কোন যুগলটি পরস্পরের আইসোটোন?
Created: 5 days ago
A
⁴⁰₁₈Ar এবং ⁴⁰₂₀Ar
B
²1H এবং 32He
C
126C এবং  146C
D
কোনটিই নয়
আইসোটোন (Isotone) হলো সেই সব পরমাণু, যাদের নিউট্রন সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন।
- 
²₁H (ডিউটেরিয়াম): প্রোটন সংখ্যা = ১, ভর সংখ্যা = ২ → নিউট্রন সংখ্যা = ২ – ১ = ১ 
- 
³₂He (হেলিয়াম-৩): প্রোটন সংখ্যা = ২, ভর সংখ্যা = ৩ → নিউট্রন সংখ্যা = ৩ – ২ = ১ 
অতএব, ²₁H এবং ³₂He উভয়ের নিউট্রন সংখ্যা ১, তাই তারা আইসোটোন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 days ago