নিচের কোনটি Bifunctional জৈব যৌগ নয়?
A
ইথিলিন গ্লাইকল
B
অক্সালিক এসিড
C
অ্যামাইনো এসিড
D
ইথাইল এসিটেট
উত্তরের বিবরণ
ইথিলিন গ্লাইকোল, অক্সালিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড—এই তিনটি যৌগেই দুটি ভিন্ন বা একই ধরণের কার্যকরী মূলক (functional group) থাকে, তাই এরা বাইফাংশনাল (Bifunctional) যৌগ। অপরদিকে, ইথাইল অ্যাসিটেট-এ কেবল একটি কার্যকরী মূলক থাকে, তাই এটি বাইফাংশনাল নয়।
- 
ইথিলিন গ্লাইকোল (HO–CH₂–CH₂–OH): এতে ২টি –OH (হাইড্রোক্সিল) গ্রুপ রয়েছে। 
- 
অক্সালিক অ্যাসিড (HOOC–COOH): এতে ২টি –COOH (কার্বোক্সিল) গ্রুপ থাকে। 
- 
অ্যামাইনো অ্যাসিড (NH₂–CH₂–COOH): এতে ১টি –COOH ও ১টি –NH₂ (অ্যামিন) গ্রুপ থাকে। 
- 
ইথাইল অ্যাসিটেট (CH₃COOC₂H₅): এতে শুধুমাত্র একটি এস্টার মূলক (–COOR) রয়েছে। 
সুতরাং, ইথাইল অ্যাসিটেট বাদে বাকি তিনটি যৌগই বাইফাংশনাল।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 5 days ago
প্রাকৃতিক রাবারের মনোমার (repeating unit) নিম্নের কোনটি?
Created: 4 days ago
A
বাইনাইল
ক্লোরাইড
B
আইসোপ্রিন
C
প্রোপিন
D
ইথিলিন
প্রাকৃতিক রাবার (Natural rubber) একটি পলিমার, যা গঠিত হয় আইসোপ্রিন (isoprene, 2-methyl-1,3-butadiene) মনোমারের পুনরাবৃত্তি দ্বারা।
- 
মনোমার: isoprene (CH₂=C(CH₃)–CH=CH₂) 
- 
পলিমারাইজেশন প্রক্রিয়া: সংযোজন (addition) বিক্রিয়ার মাধ্যমে বহু isoprene অণু যুক্ত হয়ে polyisoprene গঠন করে। 
- 
গঠন: দীর্ঘ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বন, যা স্থিতিস্থাপক ও নমনীয়। 
সুতরাং, প্রাকৃতিক রাবার হলো polyisoprene, যা isoprene মনোমার থেকে গঠিত।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 days ago
ভিনেগারে কোন জৈব এসিডটি থাকে?
Created: 5 days ago
A
ল্যাকটিক এসিড
B
ফরমিক এসিড
C
ইথানয়িক এসিড
D
বেনজয়িক এসিড
ইথানয়িক অ্যাসিড (CH₃COOH) এর ৬–১০% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার (Vinegar)। এটি একটি দুর্বল জৈব অ্যাসিডের দ্রবণ, যা স্বাদে টক এবং গন্ধে তীব্র।
- 
এতে অ্যাসেটিক অ্যাসিডের ঘনত্ব ৬–১০% পর্যন্ত থাকে। 
- 
এটি সাধারণত খাদ্য সংরক্ষণ ও স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। 
- 
ভিনেগারের এই টক স্বাদই মূলত ইথানয়িক অ্যাসিডের উপস্থিতির ফল। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 days ago
C5H12 যৌগের গাঠনিক
সমাণু কয়টি?
Created: 4 days ago
A
2
B
3
C
4
D
5
C₅H₁₂ যৌগের বিভিন্ন গাঠনিক সমাণু (structural isomers) আছে, যেগুলোর গঠন ভিন্ন হলেও প্রতিটির আণবিক সূত্র একই। এই গাঠনিক সমাণুগুলোর মধ্যে n-pentane, iso-pentane, এবং neo-pentane অন্তর্ভুক্ত।
- 
n-pentane (n-C₅H₁₂): এটি সরাসরি চেইন (straight-chain) পেন্টেন, যেখানে পাঁচটি কার্বন পরমাণু একে অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে। 
 গঠন: CH₃-CH₂-CH₂-CH₂-CH₃
- 
iso-pentane (2-methylbutane): এটি একটি শাখাযুক্ত পেন্টেন, যেখানে একটি মিথাইল (CH₃) গ্রুপ প্রধান শৃঙ্খলের দ্বিতীয় কার্বন পরমাণুর সাথে যুক্ত। 
 গঠন: CH₃-CH(CH₃)-CH₂-CH₃
- 
neo-pentane (2,2-dimethylpropane): এটি আরও একটি শাখাযুক্ত পেন্টেন, যেখানে দুটি মিথাইল (CH₃) গ্রুপ প্রধান শৃঙ্খলের দ্বিতীয় কার্বন পরমাণুর সাথে যুক্ত। 
 গঠন: CH₃-C(CH₃)₂-CH₃
এই তিনটি গাঠনিক সমাণু C₅H₁₂ এর ভিন্ন ভিন্ন গঠন ও শাখাযুক্ত কাঠামো প্রদর্শন করে, কিন্তু আণবিক সূত্র একেবারে একই থাকে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 days ago