কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
A
RAM
B
ROM
C
হার্ডওয়্যার
D
সফ্টওয়্যার
উত্তরের বিবরণ
ROM
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory, অর্থাৎ "শুধু পড়ার জন্য মেমোরি"।
-
এটি এমন এক ধরনের মেমোরি যেখানে সংরক্ষিত তথ্য বিদ্যুৎ না থাকলেও মুছে যায় না।
-
ROM-এ এমন প্রোগ্রাম থাকে যা কম্পিউটারের প্রসেসর এবং অন্যান্য যন্ত্রাংশ চালাতে সাহায্য করে।
-
একে কম্পিউটারের স্থায়ী মেমোরি বা স্থায়ী স্মৃতি বলা হয়।
-
সাধারণভাবে ROM-এ থাকা তথ্য পরিবর্তন বা মুছে ফেলা যায় না।
-
এতে প্রয়োজনীয় তথ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান (Manufacturer) আগেই সংরক্ষণ করে দেয়।
-
ROM-এ থাকা তথ্য শুধু পড়া যায়, লেখা বা সম্পাদনা করা যায় না।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
Created: 1 month ago
A
হিলিয়াম
B
নিয়ন
C
আর্গন
D
জেনন
নিষ্ক্রিয় (Noble) গ্যাস
-
নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে রয়েছে: হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) এবং ওগানেসন (Og)।
-
এরা সাধারণত অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না, এজন্য এদের “নোবেল” বা অভিজাত গ্যাস বলা হয়।
-
হিলিয়াম ব্যতীত, বাকি সব নিষ্ক্রিয় গ্যাসের বাহ্যিক (ভ্যালেন্স) শেলে ৮টি ইলেকট্রন থাকে। হিলিয়ামের শেলে মাত্র ২টি ইলেকট্রন থাকে।
নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য
-
সাধারণ তাপমাত্রা ও চাপের অধীনে এগুলো একক পরমাণুর আকারে থাকে।
-
এদের কোনো রঙ, স্বাদ বা গন্ধ নেই।
-
পানিতে এগুলোর দ্রবণীয়তা খুবই কম।
-
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব কম।
-
পারমাণবিক আকর্ষণ শক্তি কম হওয়ায় এদের গলন তাপ ও বাষ্পীকরণের তাপ কম।
-
আয়নিকরণ শক্তি (Ionization energy) অত্যন্ত বেশি।
উৎস: নবম-দশম শ্রেণির রসায়ন, ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 1 month ago
প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্মন্ধীয় বিদ্যাকে বলে-
Created: 3 weeks ago
A
বায়োলজী
B
জুওলজী
C
জেনেটিক
D
ইভোলিউশন
জেনেটিক্স (Genetics):
-
জেনেটিক্স বা বংশগতি হলো বাবা-মার বৈশিষ্ট্য জিনের মাধ্যমে সন্তানের মধ্যে চলে আসা। এর ফলে সন্তান ও বাবা-মার মধ্যে শারীরিক ও চারিত্রিক মিল পাওয়া যায়।
-
আবার, জীব ও প্রাণীর উৎপত্তি ও বংশগত বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে তা নিয়ে যে শাখা আলোচনা করে, সেটিই হলো জেনেটিক্স বা বংশগতিবিদ্যা।
ইভোলিউশন (Evolution)
-
বিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দীর্ঘ সময় ধরে জীবের গঠন ও স্বভাব ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং নতুন বৈশিষ্ট্য দেখা দেয়।
-
জুওলজি (Zoology)-এর বাংলা নাম হলো প্রাণিবিজ্ঞান, যেখানে প্রাণী ও তাদের গঠন, জীবনধারা ও বিবর্তন নিয়ে আলোচনা করা হয়।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 weeks ago
নিচের কোন যন্ত্রটি উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করতে পারে?
Created: 1 week ago
A
ট্রান্সফরমার
B
ব্যাটারি
C
জেনারেটর
D
মোটর
ট্রান্সফরমার (Transformer)
-
যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, তাকে ট্রান্সফরমার বলে।
-
ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র, যা কেবলমাত্র পরিবর্তী প্রবাহে (AC) কাজ করে।
-
এটি কাজ করে তড়িৎচৌম্বক আবেশের (Electromagnetic Induction) নীতির ওপর।
-
ট্রান্সফরমারের মধ্যে সাধারণত দুটি কুণ্ডলী থাকে—
১. প্রাইমারি কুণ্ডলী
২. সেকেন্ডারি কুণ্ডলী -
ট্রান্সফরমার প্রধানত দুই ধরনের হয়:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার → নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে।
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার → উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago