ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
A
বিদ্যুৎ
B
তাপ
C
চুম্বক
D
কিছুই হয় না
উত্তরের বিবরণ
- ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হতে দেখা যায়।
- ফটোইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত।
- ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলো পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 3 months ago
প্রাণিজগতের উৎপত্তি ও বংশসম্মন্ধীয় বিদ্যাকে বলে-
Created: 2 months ago
A
বায়োলজী
B
জুওলজী
C
জেনেটিক
D
ইভোলিউশন
জেনেটিক্স (Genetics):
-
জেনেটিক্স বা বংশগতি হলো বাবা-মার বৈশিষ্ট্য জিনের মাধ্যমে সন্তানের মধ্যে চলে আসা। এর ফলে সন্তান ও বাবা-মার মধ্যে শারীরিক ও চারিত্রিক মিল পাওয়া যায়।
-
আবার, জীব ও প্রাণীর উৎপত্তি ও বংশগত বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে তা নিয়ে যে শাখা আলোচনা করে, সেটিই হলো জেনেটিক্স বা বংশগতিবিদ্যা।
ইভোলিউশন (Evolution)
-
বিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দীর্ঘ সময় ধরে জীবের গঠন ও স্বভাব ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং নতুন বৈশিষ্ট্য দেখা দেয়।
-
জুওলজি (Zoology)-এর বাংলা নাম হলো প্রাণিবিজ্ঞান, যেখানে প্রাণী ও তাদের গঠন, জীবনধারা ও বিবর্তন নিয়ে আলোচনা করা হয়।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
Created: 2 months ago
A
ডিজেল
B
পেট্রোল
C
অকটেন
D
সিএনজি
ডিজেল পোড়ালে বাতাসে সালফার ডাই-অক্সাইড (SO₂) তৈরি হয়। তবে মনে রাখতে হবে, ডিজেল দহনের সময় সবচেয়ে বেশি নির্গত হয় কার্বন ডাই-অক্সাইড (CO₂)।
যদি ডিজেলে সালফারের পরিমাণ বেশি থাকে, তবে তার জারণ প্রক্রিয়ায় বেশি সালফার অক্সাইড নির্গত হবে। আর যদি সালফার কম থাকে, তবে তুলনামূলক কম সালফার ডাই-অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ, নির্গত সালফার ডাই-অক্সাইডের পরিমাণ সরাসরি নির্ভর করে ডিজেলে উপস্থিত সালফারের ওপর।
অন্যদিকে, ডিজেল যেহেতু একটি হাইড্রোকার্বন জ্বালানি, তাই এর দহনে সবসময় কার্বন ডাই-অক্সাইড (CO₂) ও পানি (H₂O) উৎপন্ন হয়। আসলে সব ধরনের হাইড্রোকার্বনের দহনে এই দুটি পদার্থই তৈরি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের Energy Information Administration (EIA)–এর তথ্য অনুযায়ী,
২০১৮ সালে শুধু ডিজেল পোড়ানোর কারণেই প্রায় ৪৬১ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছিল। এটি ছিল ঐ বছরের যুক্তরাষ্ট্রের মোট CO₂ নিঃসরণের প্রায় ৯%।
উৎস: doe.portal.gov.bd & U.S. Energy Information Administration (EIA) Websites.
0
Updated: 2 months ago
কাজ ও বলের একক যথাক্রমে-
Created: 2 months ago
A
নিউটন ও মিটার
B
জুল ও ডাইন
C
ওয়াট ও পাউন্ড
D
প্যাসকেল ও কিলোগ্রাম
কাজ ও বলের একক
-
SI পদ্ধতি:
-
কাজের একক: জুল (J)
-
বলের একক: নিউটন (N)
-
-
C.G.S পদ্ধতি:
-
বলের একক: ডাইন (dyne)
-
কাজের সংজ্ঞা ও একক:
-
কাজ = বল × সরণ
-
এখানে, বলের একক হলো নিউটন (N) এবং সরণের একক হলো মিটার (m)।
-
সুতরাং, কাজের একক হবে নিউটন-মিটার (N·m)।
-
নিউটন-মিটারকে জুল (J) বলা হয়।
-
অর্থাৎ, যদি কোনো বস্তুতে 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তু বলটির দিকে 1 মিটার সরানো হয়, তখন সম্পন্ন কাজ হবে 1 জুল।
বল ব্যবহৃত এককসমূহ:
-
ডাইন (dyne)
-
নিউটন (N)
-
পাউন্ডাল (poundal)
সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago