বাক্যটি অতীতকালের এবং সম্ভাবনা প্রকাশ করছে, তাই এখানে might be ব্যবহৃত হবে।
Might
-
এটি অতীতে অনুমতি, স্বাধীনতা, সম্ভাবনা বা অনুমান প্রকাশে ব্যবহৃত হয়।
সুতরাং, সঠিক বাক্য: I didn't follow who passed by me. It might be Shajib.
I didn't follow who passed by me. It _____ Shajib.
A
were
B
must be
C
might be
D
was
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
There is no alternative ____ training.
Created: 3 months ago
A
to
B
for
C
than
D
of
Complete Sentence: There is no alternative to training.
বাংলা অর্থ: প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।
👉 Alternative এর পরে ‘to’ ব্যবহৃত হয়, যখন বিকল্প বোঝাতে চাই।
ইংরেজি অর্থ: অন্য কোনও সম্ভাবনা বা পছন্দ হিসেবে যা পাওয়া যায়।
বাংলা অর্থ: বিকল্প।
There is no alternative to practice.
(অনুশীলনের কোনও বিকল্প নেই।)
Is there a viable alternative to the present system?
(বর্তমান ব্যবস্থার কোনও কার্যকর বিকল্প আছে কি?)
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, অক্সফোর্ড লার্নারস ডিকশনারি
0
Updated: 3 months ago
Wordsworth introduced the readers ______ a new kind of poetry.
Created: 2 months ago
A
with
B
at
C
to
D
by
0
Updated: 2 months ago
The Climax of a plot is what happens-
Created: 2 months ago
A
in the beginning
B
at the height
C
at the end
D
in the confrontation
ক্লাইম্যাক্স (Climax)
গল্প বা নাটকের ক্লাইম্যাক্স হলো সেই মুহূর্ত যখন ঘটনা সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছায়।
এটি হলো প্লটের “উচ্চ বিন্দু” বা turning point, যেখানে ঘটনার উত্তরণ শেষ হয় এবং পতনের দিকে ধাবিত হয়।
গল্পের rising action ক্লাইম্যাক্স পর্যন্ত উত্তেজনা বাড়ায়, আর ক্লাইম্যাক্সের পর falling action শুরু হয়।
সহজভাবে বললে:
ক্লাইম্যাক্স হলো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর বা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা মূল ঘটনার চূড়ান্ত মোড় হিসেবে কাজ করে।
উদাহরণ:
নাটক Oedipus এ Antigone-এর মৃত্যু হলো ক্লাইম্যাক্স।
বাক্য “He smiles, he laughs and he roars.” এ ক্লাইম্যাক্স হলো বাক্যের শেষ অংশে।
সূত্র: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago