A
30%
B
32%
C
34%
D
35%
উত্তরের বিবরণ
Question: Successive discount of 20% and 15% are equal to a single discount of-
Solution:
Let, The original price be 100 tk
After a 20% discount, the price is = 100 - 20 = 80 tk
Again, after a 15% discount, the new price is = 80 - {80 × (15/100)}
= 80 - 12
= 68
∴ Total discount= (100 - 68) = 32%

0
Updated: 1 day ago
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
Created: 2 months ago
A
২২%
B
২৫%
C
২০%
D
৩০%
প্রশ্ন: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
= ৮০ টাকা
∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%

0
Updated: 2 months ago
১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
Created: 2 weeks ago
A
১২০%
B
১২৫%
C
১৪০%
D
১৫০%
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
সমাধান:
১/২ এর ক% = ৩/৪
⇒ ১/২ এর ক/১০০ = ৩/৪
⇒ ক /২০০ = ৩/৪
⇒ ক = ২০০× ৩/৪
∴ ক = ১৫০

0
Updated: 2 weeks ago
যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
Created: 1 week ago
A
৬
B
৯
C
১২
D
১০
প্রশ্ন: যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
সমাধান:
১০০টি পোষাকের মধ্যে শার্ট ৪০টি
∴১৫টি পোষাকের মধ্যে শার্ট (৪০ × ১৫)/১০০টি
= ৬টি
∴ শার্ট নয় = (১৫ - ৬)টি
= ৯টি

0
Updated: 1 week ago