এক কথায় প্রকাশ করুন: 'যা দীপ্তি পাচ্ছে'।
A
আলোকিত
B
দীপ্তিমান
C
দীপ্যমান
D
দেদীপ্যমান
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
পদ বিবেচনায় শব্দ কত প্রকার?
Created: 2 months ago
A
৬ প্রকার
B
৭ প্রকার
C
৮ প্রকার
D
৯ প্রকার
সঠিক উত্তর: ৮ প্রকার
পদসমূহ হলো:
-
বিশেষ্য
-
বিশেষণ
-
সর্বনাম
-
ক্রিয়া
-
অব্যয়
-
সম্বন্ধসূচক
-
করণসূচক
-
বিবিধ (উপসর্গ, অভ্যর্থনা ইত্যাদি)
0
Updated: 2 months ago
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বেঙ্গমী
B
অভিসারিণী
C
সপত্নী
D
মানবী
নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সেই ধরনের শব্দ যা কেবল স্ত্রীকে নির্দেশ করে। এই ধরনের শব্দ কখনও পুরুষের জন্য ব্যবহার করা হয় না। উদাহরণস্বরূপ:
-
এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।
এর বিপরীতে, নিত্য পুরুষবাচক শব্দ হলো সেই ধরনের শব্দ যা কেবল পুরুষকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ:
-
কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
অন্যদিকে, কিছু শব্দের জন্য নারী এবং পুরুষকে আলাদা আকারে প্রকাশ করা হয়। যেমন:
-
বেঙ্গমা → বেঙ্গমী
-
অভিসারী → অভিসারিণী
-
মানব → মানবী
0
Updated: 1 month ago
'সওগাত' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 2 weeks ago
A
তুর্কি
B
ফারসি
C
আরবি
D
উর্দু
সওগাত একটি তুর্কি শব্দ যা বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়।
অর্থ:
-
উপহার
-
ভেট
তুর্কি ভাষার অন্যান্য শব্দসমূহের মধ্যে রয়েছে: কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, বেগম, বাবা।
0
Updated: 2 weeks ago