Successive discount of 20% and 15% are equal to a single discount of-
A
30%
B
32%
C
34%
D
35%
উত্তরের বিবরণ
Question: Successive discount of 20% and 15% are equal to a single discount of-
Solution:
Let, The original price be 100 tk
After a 20% discount, the price is = 100 - 20 = 80 tk
Again, after a 15% discount, the new price is = 80 - {80 × (15/100)}
= 80 - 12
= 68
∴ Total discount= (100 - 68) = 32%
0
Updated: 3 months ago
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
Created: 1 month ago
A
লাভ ২৫%
B
ক্ষতি ২৫%
C
লাভ ১০%
D
ক্ষতি ৫০%
ধরি, বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
তাহলে, ক্ষতি = (২x - x) = x টাকা
এখন, 2x টাকায় ক্ষতি হয় x টাকা∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × ১০০)/2x টাকা
= ৫০ টাকা
তাহলে, ক্ষতি = (২x - x) = x টাকা
এখন,
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × ১০০)/2x টাকা
= ৫০ টাকা
0
Updated: 1 month ago
ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে?
Created: 1 week ago
A
70%
B
30%
C
60%
D
কোনোটি নয়
0
Updated: 1 week ago
কাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকায় ৩ কেজি সন্দেশ ক্রয় করল। যদি ভ্যাটের হার ১২% হয়, তবে সন্দেশ ক্রয়ের জন্য সে মোট কত টাকা দেবে?
Created: 1 month ago
A
৮৪০ টাকা
B
৭২০ টাকা
C
৭৮০ টাকা
D
৯৮০ টাকা
প্রশ্ন: কাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকায় ৩ কেজি সন্দেশ ক্রয় করল। যদি ভ্যাটের হার ১২% হয়, তবে সন্দেশ ক্রয়ের জন্য সে মোট কত টাকা দেবে?
সমাধান:
১ কেজি সন্দেশের দাম = ২৫০ টাকা
∴ ৩ কেজি সন্দেশের দাম = (২৫০ × ৩) টাকা
= ৭৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট দেয় = ১২ টাকা
∴ ১ টাকায় ভ্যাট দেয় = ১২/১০০ টাকা
∴ ৭৫০ টাকায় ভ্যাট দেয় = (১২ × ৭৫০)/১০০ টাকা
= ৯০ টাকা
∴ কাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে = (৭৫০ + ৯০) টাকা
= ৮৪০ টাকা।
0
Updated: 1 month ago