করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশী। রহিমের বেতন কত?
A
৯০০ টাকা
B
১১০০ টাকা
C
১০০০ টাকা
D
১৬০০ টাকা
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
ক, খ ও গ
একজাতীয় রাশি। ক : খ = ৩
: ৪, খ : গ = ৬
: ৫ হলে ক : খ
: গ = কত?
Created: 1 month ago
A
৩ :
৬ : ৫
B
৯ :
১২ : ১৪
C
৯ :
১২ : ১০
D
৪ :
৬ : ৫
প্রশ্ন: ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = ৩ : ৪, খ : গ = ৬ : ৫ হলে ক : খ : গ = কত?
সমাধান:
এখানে খ সাধারণ পদ
খ এর মান ৪ ও ৬ এর ল.সা.গু = ১২
প্রথম অনুপাত,
ক : খ = ৩ : ৪
= (৩ × ৩) : (৪ × ৩)
= ৯ : ১২
দ্বিতীয় অনুপাত,
খ : গ = ৬ : ৫
= (৬ × ২) : (৫ × ২)
= ১২ : ১০
∴ ক : খ : গ = ৯ : ১২ : ১০
0
Updated: 1 month ago
A mixture of 60 kg contains sand and stone in the ratio 7 : 5. Find the quantity of sand to be added to the mixture so that the ratio of sand to stone becomes 2 : 1.
Created: 2 months ago
A
10 liters
B
15 liters
C
18 liters
D
25 liters
Question: A mixture of 60 kg contains sand and stone in the ratio 7 : 5. Find the quantity of sand to be added to the mixture so that the ratio of sand to stone becomes 2 : 1.
Solution:
Quantity of sand = 60 × (7/12) = 35 kg
Quantity of stone= 60 - 35 = 25 kg
Let, x kg of sand be added to the mixture.
According to the question,
(35 + x)/25 = 2/1
⇒ 35 + x = 50
⇒ x = 50 - 35
⇒ x = 15
0
Updated: 2 months ago
পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
Created: 1 month ago
A
৩৬ টাকা
B
১২ টাকা
C
৭২ টাকা
D
৮৪ টাকা
প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪, পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
সমাধান:
পনির : তপন = ৪ : ৩ = ২০ : ১৫
তপন : রবিন = ৫ : ৪ = ১৫ : ১২
পনির : তপন : রবিন = ২০ : ১৫ : ১২
পনিরের আয় = ২০ক
তপনের আয় = ১৫ক
রবিনের আয় = ১২ ক
প্রশ্নমতে,
২০ক = ১২০
ক = ১২০/২০
ক = ৬
রবিনের আয় = ১২ × ৬ = ৭২ টাকা
0
Updated: 1 month ago