A
১/৪
B
১/২
C
১/৮
D
১/১৬
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
সমাধান:
৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট = (১ × ৪) + (৮ × ২) = ২০ টাকা
৮ টি ৫ টাকার নোট = (৮ × ৫) = ৪০ টাকা
অতএব, ২০/৪০ = ১/২ অংশ

0
Updated: 1 day ago
১/২, ১/৪ ও ৩/৪ সংখ্যাগুলির গড় কত?
Created: 3 months ago
A
১/২
B
৩/৪
C
১/৪
D
২/৩

0
Updated: 3 months ago
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
Created: 3 months ago
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৭
এখানে,
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
৩/৫ = ০.৬০
১৩/২৭ = ০.৪৮
এখানে, ২/৩ < ৮/১১
৮/১১ ভগ্নাংশটি ২/৩ হতে বড়।

0
Updated: 3 months ago
একটি ফলের দোকানে মোট ফলের ২/৫ অংশ আম এবং ১/৩ অংশ কমলা। আমের সংখ্যা কমলার সংখ্যার থেকে ৩০টি বেশি। দোকানে মোট কতটি ফল আছে?
Created: 2 months ago
A
২২০টি
B
৩৫০টি
C
৪০০টি
D
৪৫০টি
প্রশ্ন: একটি ফলের দোকানে মোট ফলের ২/৫ অংশ আম এবং ১/৩ অংশ কমলা। আমের সংখ্যা কমলার সংখ্যার থেকে ৩০টি বেশি। দোকানে মোট কতটি ফল আছে?
সমাধান:
ধরি, দোকানে মোট ফলের সংখ্যা = ক
∴ আমের সংখ্যা = ২ক/৫
∴ কমলার সংখ্যা = ক/৩
প্রশ্নমতে,
⇒ (২ক/৫) - (ক/৩) = ৩০
⇒ (৬ক - ৫ক)/১৫ = ৩০
⇒ ক = ৩০ × ১৫
∴ ক = ৪৫০
∴ দোকানে মোট ফলের সংখ্যা = ৪৫০টি।

0
Updated: 2 months ago