'পাপে বিরত থাকো' কোন কারকে কোন বিভক্তি?
A
করণ কারকে ৭মী
B
অপাদান কারকে ৭মী
C
অধিকরণ কারকে ৭মী
D
কর্ম কারকে ৭
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
জল পড়ে, পাতা নড়ে – নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 weeks ago
A
কর্তায় শূন্য
B
অপাদানে শূন্য
C
কর্মে শূন্য
D
করণে শূন্য
জল পড়ে, পাতা নড়ে। এখানে জল কর্তায় শূণ্য কারক। কারণ, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্তৃকারক বলে। ক্রিয়ার সঙ্গে কি বা কে বা কারা যোগ করে প্রশ্ন কলে যে উত্তর পাওয়া যায় তা - ই কর্তৃকারক। প্রদত্ত বাক্যে, কি পড়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে জল। তাই জল কর্তৃকারক। আর কোন বিভক্তি নেই তাই কর্তায় শূণ্য।
0
Updated: 3 weeks ago
‘আমার গানের মালা আমি করব কারে দান।’ বাক্যটিতে ‘কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Created: 2 months ago
A
কর্তায় সপ্তমী
B
কর্মে সপ্তমী
C
করণে সপ্তমী
D
অপাদানে সপ্তমী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক হয়।
0
Updated: 2 months ago
‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
অপাদানে শূন্য
B
করণে শূন্য
C
কর্তায় শূন্য
D
অধিকরণে শূন্য
0
Updated: 1 month ago