গিন্নি কোন শ্রেণির শব্দ?
A
খাঁটি বাংলা
B
দেশি
C
তৎসম
D
অর্ধ তৎসম
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
Created: 1 month ago
A
কুলটা
B
অধ্যাপক
C
মহৎ
D
ঢাকী
• নিত্য পুরুষবাচক শব্দ:
- 
নিত্য পুরুষবাচক শব্দ হলো এমন কিছু শব্দ যা কেবল পুরুষকে নির্দেশ করে। 
- 
উদাহরণ: ঢাকী, কবিরাজ, কৃতদার, অকৃতদার ইত্যাদি। 
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
- 
নিত্য স্ত্রীবাচক শব্দ হলো এমন কিছু শব্দ যা কেবল নারীকে নির্দেশ করে। 
- 
উদাহরণ: এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। 
অন্য উদাহরণ:
- 
কুলটা – নিত্য স্ত্রীবাচক শব্দ 
- 
অধ্যাপক – অধ্যাপিকা 
- 
মহৎ – মহতী 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'বৃক্ষ' কোন শ্রেণির শব্দ?
Created: 1 month ago
A
দেশি শব্দ
B
বাংলা শব্দ
C
তদ্ভব শব্দ
D
তৎসম শব্দ
উৎসের ভিত্তিতে বাংলা শব্দভান্ডারকে মূলত চারটি ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে তৎসম ও তদ্ভব শব্দকে নিজস্ব উৎসের শব্দ এবং দেশি ও বিদেশি শব্দকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে ধরা হয়।
তৎসম শব্দ
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত এমন বাংলা শব্দ যেগুলোর লিখিত রূপ সংস্কৃত শব্দের অনুরূপ থাকে, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।
যেমন: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
এ ছাড়া সংস্কৃত ব্যাকরণের অনুসরণে গঠিত পারিভাষিক শব্দও তৎসমের অন্তর্ভুক্ত।
যেমন: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয়।
তদ্ভব শব্দ
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে গড়ে উঠলেও বাংলায় একেবারেই স্বতন্ত্র রূপ নিয়েছে এমন শব্দকে তদ্ভব বলা হয়।
যেমন: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির।
দেশি শব্দ
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে গৃহীত শব্দগুলো দেশি শব্দ নামে পরিচিত।
যেমন: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি।
বিদেশি শব্দ
বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের ঐতিহাসিক যোগাযোগের ফলে বহু বিদেশি শব্দ বাংলায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি প্রভৃতি ভাষা থেকে নেওয়া শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বাংলা ভাষার কোন রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল?
Created: 1 month ago
A
সাধুরীতি
B
লেখ্যরীতি
C
কথারীতি
D
চলিতরীতি
বাংলা ভাষার সাধুরীতির মূল বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। সাধু রীতি প্রধানত শুদ্ধ, উচ্চমানের সাহিত্যিক ভাষার ধরন, যা সুনির্দিষ্ট ব্যাকরণ ও পদবিন্যাস অনুসরণ করে।
- 
সুনির্দিষ্ট ব্যাকরণ ও পদবিন্যাস: বাংলা লেখ্য সাধু রীতি নির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে এবং এর পদবিন্যাস অত্যন্ত সুনিয়ন্ত্রিত ও স্পষ্ট। 
- 
গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল: এ রীতি গুরুগম্ভীর ভাবসম্পন্ন এবং এতে প্রাচীন তৎসম শব্দের ব্যবহার প্রচলিত। 
- 
নাটকীয় সংলাপ ও বক্তৃতার জন্য অপ্রযোজ্য: সাধু রীতি নাটকের সংলাপ বা সরাসরি বক্তৃতার জন্য সাধারণত উপযুক্ত নয়। 
- 
বিশেষ গঠনপদ্ধতি অনুসরণ: এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ ধরনের গঠনপদ্ধতি মেনে ব্যবহার করা হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago