ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৫ঃ৬, এতে শককরা লাভ হয় কত?
A
১৫%
B
২০%
C
২৫%
D
৩০%
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
একটি চেয়ার ৯৫০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত?
Created: 1 month ago
A
৮০০ টাকা
B
৬৫০ টাকা
C
১০০০ টাকা
D
১২০০ টাকা
প্রশ্ন: একটি চেয়ার ৯৫০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত?
সমাধান:
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা
= ৯৫ টাকা
এখন,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৯৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৫০)/৯৫ টাকা
= ১০০০ টাকা
∴ চেয়ারটির ক্রয়মূল্য = ১০০০ টাকা।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
একজন সবজি ব্যবসায়ী এক মণ আলু ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
Created: 1 month ago
A
৭৮৬ টাকা
B
৭৭২ টাকা
C
৭৭৬ টাকা
D
৭৯২ টাকা
প্রশ্ন: একজন সবজি ব্যবসায়ী এক মণ আলু ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
সমাধান:
ধরি, ক্রয়মূল্য = ক টাকা
প্রশ্নমতে,
ক - ক এর ১৫% = ৬১২
⇒ ক - (১৫ক/১০০) = ৬১২
⇒ ক - (৩ক/২০) = ৬১২
⇒ (২০ক - ৩ক)/২০ = ৬১২
⇒ ১৭ক = ৬১২ × ২০
⇒ ক = (৬১২ × ২০)/ ১৭
⇒ ক = ৭২০
আবার,
১০% লাভে বিক্রয়মূল্য = ৭২০ + ৭২০ এর ১০%
= ৭২০ + {(৭২০ × ১০)/১০০}
= ৭২০ + ৭২
= ৭৯২ টাকা।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
Created: 3 months ago
A
৪%
B
৬%
C
৫%
D
৭%
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ টাকা = ৪০০ টাকা 
৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 
∴ শতকরা ক্ষতির হার ৫%
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago