'তামার বিষ' বাগধারাটির অর্থ কি?
A
ক্ষণস্থায়ী বস্তু
B
অর্থের কুপ্রভাব
C
তীব্রজ্বালা
D
অসম্ভব বস্তু
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
Created: 5 months ago
A
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
B
চাল না চুলো, ঢেঁকী না কুলো
C
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
D
বোঝার উপর, শাকের আঁটি
• ‘সাপও মরে, লাঠিও না ভাঙ্গে’ প্রবাদটির অর্থ - উভয়কূল রক্ষা।
অন্যদিকে,
• ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’ প্রবাদটির অর্থ - কারও সুদিন কারও খারাপ দিন
• ‘চাল না চুলো, ঢেঁকী না কুলো’ প্রবাদটির অর্থ - অত্যন্ত গরীব
• ‘বোঝার উপর, শাকের আঁটি’ প্রবাদটির অর্থ -অতিরিক্তের অতিরিক্ত
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago
'ধরি মাছ না ছুঁই পানি' প্রবাদের অর্থ কী?
Created: 1 month ago
A
বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি
B
নিজেকে সংশ্লিষ্ট না করা
C
নির্বুদ্ধিতা- চালাকি ধরা পড়া
D
দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়ে ভীত হয় না
বাংলা ভাষায় প্রচলিত প্রবচনগুলো সাধারণত বুদ্ধি, অভিজ্ঞতা ও জীবনঘনিষ্ঠ শিক্ষা প্রকাশ করে। এগুলোর মাধ্যমে সমাজের নানা বাস্তবতাকে সংক্ষেপে বোঝানো হয়। নিচে কিছু প্রবচনের অর্থ দেওয়া হলো—
- ধরি মাছ না ছুঁই পানি অর্থ বুদ্ধির জোরে কষ্ট এড়িয়ে কার্যসিদ্ধি করা। 
- কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো অর্থ কোনো বিষয়ে নিজেকে সম্পূর্ণ অসংশ্লিষ্ট রাখা। 
- ঠাকুর ঘরে কে? না, আমি কলা খাইনি অর্থ নির্বুদ্ধিতা বা চালাকি ধরা পড়ে যাওয়া। 
- ভাঙবে তো মচকাবে না অর্থ দৃঢ়চিত্ত ব্যক্তি ক্ষতির ভয়কে তোয়াক্কা করে না। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'উড়ো খই গোবিন্দায় নমঃ' প্রবাদ প্রবচনের অর্থ কী?
Created: 2 months ago
A
নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত
B
বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না
C
অল্প বর্ষায় বেশি শীত/অল্প কাজে অধিক লাভ
D
ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব
প্রবাদ ও প্রবচনের অর্থ
- 
‘উড়ো খই গোবিন্দায় নমঃ’ - 
অর্থ: নাগালের বহির্ভূত জিনিস দানে ব্যবহৃত। 
 
- 
- 
ইচ্ছা থাকলে উপায় হয় - 
অর্থ: ইচ্ছাশক্তির মাধ্যমে কঠিন কাজও সম্ভব। 
 
- 
- 
উন বর্ষা দুনো শীত - 
অর্থ: অল্প বর্ষায় বেশি শীত / অল্প কাজে অধিক লাভ। 
 
- 
- 
এক মাঘে শীত যায় না - 
অর্থ: বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না। 
 
- 
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago