২০১৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
A
Rainer Weiss, Barry C. Barish and Kip S. Thor
B
Fraser Stoddart and Jacques Dubochet
C
Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson
D
Joachim Frank Duncan Haldane and Ben Feringa
উত্তরের বিবরণ
0
Updated: 6 days ago
২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন -
Created: 3 months ago
A
ইয়াসির আরাফাত
B
জিমি কার্টার
C
কফি আনান
D
মাদার তেরেসা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন জিমি কার্টার।
উল্লেখ্য,
২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
Created: 3 months ago
A
ইয়াসির আরাফাত
B
নাগীব মাহফুজ
C
আনোয়ার সাদাত
D
প্রফেসর আব্দুস সালাম
নোবেল পুরস্কারে প্রথম মুসলিম মনীষীর নাম আনোয়ার সাদাত।
১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প-ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে মিশর ও ইসরায়েলের দীর্ঘদিনের বিরোধ বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হয়। এই ঐতিহাসিক চুক্তির জন্য মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেন বেগিন একই বছর নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন। আনোয়ার সাদাত এই হিসেবে প্রথম মুসলিম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করেন।
এছাড়া,
-
প্রফেসর আব্দুস সালাম ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
১৯৯৪ সালে ইয়াসির আরাফাত ও শিমন পেরেজ যৌথভাবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার পান।
-
১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মিশরীয় লেখক নাগিব মাহফুজ।
তথ্যসূত্র: নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
সাহিত্যে ১৯৯৮ -এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
Created: 3 months ago
A
অরুন্ধতি রায়
B
সালমান রুশদী
C
ভি এস নাইপল
D
হোসে সারামাগো
১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন স্পেনীশ লেখক হোসে সারামাগো।
২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
0
Updated: 3 months ago