বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে?
A
১০ নং অনুচ্ছেদ
B
২১(১) অনুচ্ছেদ
C
২৭ অনুচ্ছেদ
D
২৮(২) অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 6 days ago
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
Created: 1 month ago
A
২৯ (২)
B
২৮ (২)
C
৩৯ (১)
D
৩৯ (২)
বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায় মূলত মৌলিক অধিকার সম্পর্কিত, যা নাগরিকদের সমানাধিকার, স্বাধীনতা ও সামাজিক ন্যায়ের নিশ্চয়তা প্রদান করে।
এই অধ্যায়ের বিভিন্ন অনুচ্ছেদ নাগরিকদের বৈষম্যরোধ, নারী-পুরুষ সমতা, চাকরি ও শিক্ষার ক্ষেত্রে সমতা, এবং চিন্তা ও বাক্স্বাধীনতা সংক্রান্ত বিধানগুলো সংজ্ঞায়িত করে।
- 
অনুচ্ছেদ ২৮ (২) নারী-পুরুষের সমতা নিশ্চিত করে। এর মূল বিষয়বস্তু: - 
ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করতে পারবে না। 
- 
রাষ্ট্র ও সমাজের সব স্তরে নারী-পুরুষ সমান অধিকার পাবেন। 
- 
কোনো নাগরিককে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ, শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে কোনো অক্ষমতা, বাধা বা শর্তের আওতায় আনা যাবে না। 
- 
নারী, শিশু বা সমাজের অনগ্রসর অংশের উন্নয়নের জন্য বিশেষ বিধান প্রণয়ন করলে এই অনুচ্ছেদ রাষ্ট্রকে তা করার থেকে বিরত রাখবে না। 
 
- 
- 
অনুচ্ছেদ ২৯ (২) চাকরি ও নিয়োগ সংক্রান্ত সমতা নিশ্চিত করে। এর প্রধান বিষয়: - 
ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিককে সরকারি চাকরি বা পদ-লাভে অযোগ্য ঘোষণা করা যাবে না এবং বৈষম্য করা যাবে না। 
 
- 
- 
অনুচ্ছেদ ৩৯ (১) নাগরিকদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করে। 
- 
অনুচ্ছেদ ৩৯ (২) বাক্স্বাধীনতা ও সংবাদক্ষেত্রে স্বাধীনতা সাপেক্ষে সীমাবদ্ধতা নির্ধারণ করে। মূল বিষয়গুলো: - 
রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনার বিষয়গুলোর জন্য আইনের দ্বারা যুক্তিসঙ্গত বাধা আরোপ করা যেতে পারে। 
- 
এই সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতার অধিকার এবং সংবাদক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'কাস্টিং ভোট' সম্পর্কে বলা হয়েছে?
Created: 1 month ago
A
৭১ নং
B
৭২ নং
C
৭৩ নং
D
৭৫ নং
কাস্টিং ভোট (Casting Vote) হলো সংসদে স্পীকারের বিশেষ ভোটাধিকার, যা সংবিধানের ৭৫ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী প্রযোজ্য।
- 
সংসদে কোনো বিষয়ে দুই পক্ষের ভোট সমান হলে স্পীকার নিজের ভোট প্রয়োগ করে সংসদের অচলাবস্থা দূর করেন। 
- 
অন্যভাবে বলতে গেলে, কোনো বিলের ভোটাভুটিতে যখন পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়ে, তখন স্পীকার তার নির্ণায়ক ভোট প্রয়োগ করেন। 
- 
সাধারণ ক্ষেত্রে স্পীকার নিজের ভোটাধিকার ব্যবহার করতে পারেন না; কেবল সমসংখ্যক ভোটের অবস্থায়ই এটি প্রযোজ্য। 
- 
এই বিশেষ ভোটকে ‘কাস্টিং বা নির্ণায়ক ভোট’ বলা হয়। 
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
- 
৭১ নং অনুচ্ছেদ: দ্বৈত-সদস্যতায় বাধা 
- 
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন 
- 
৭৩ নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'ফ্লোর ক্রসিং' সংবিধানের কোন অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে?
Created: 1 month ago
A
৬৯নং অনুচ্ছেদে
B
৬8নং অনুচ্ছেদে
C
৭১নং অনুচ্ছেদে
D
৭০নং অনুচ্ছেদে
সংবিধান অনুযায়ী ফ্লোর ক্রসিং ও সম্পর্কিত বিধানসমূহ:
- 
৭০তম অনুচ্ছেদ: ফ্লোর ক্রসিংকে সংজ্ঞায়িত করেছে। এটি বোঝায় সংসদ সদস্য যখন নিজের দলের নীতি বা নির্দেশনা উপেক্ষা করে বিরোধী দলের পক্ষে ভোট দেন। অর্থাৎ, সংসদ সদস্য যদি নিজের দলের পক্ষে না দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষে ভোট দেন, সেটি ফ্লোর ক্রসিং হিসেবে গণ্য হবে। 
- 
৬৮নং অনুচ্ছেদ: সংসদ সদস্যদের পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিধান। 
- 
৬৯নং অনুচ্ছেদ: শপথগ্রহণের আগে আসন গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে সদস্যের উপর আরোপিত অর্থদণ্ড সম্পর্কিত নিয়ম। 
- 
৭১নং অনুচ্ছেদ: সংসদে দ্বৈত-সদস্যতা (একাধিক আসন দখল) নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago